Barak UpdatesHappeningsBreaking News
কেন্দ্রীয় সরকারের কর্মীদের স্বাস্থ্যসেবা কেন্দ্র শিলচরেও
ওয়েটুবরাক, 6 সেপ্টেম্বরঃ কেন্দ্রীয় সরকার এবং এর অধীনস্ত করপোরেশনের কর্মচারীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ওয়েলনেস সেন্টার খোলা হচ্ছে শিলচরে। সিজিএইচএস ওয়েলনেস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল বুধবার সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে। ট্রাঙ্করোডে শিলচর পোস্টাল সুপারের অফিস প্রাঙ্গণে এই সেন্টারের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া। সঙ্গে থাকবেন তাঁর প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার। তবে তাঁরা সশরীরে উপস্থিত হচ্ছেন না। উদ্বোধন-বক্তৃতা সবই হবে বড় পর্দায়, ভার্চুয়াল মুডে।
একই দিনে উদ্বোধন হবে মাইশূর সিজিএইচএস ওয়েলনেস সেন্টারেরও। বুধবার সকাল সাড়ে নয়টায় পর্দায় চলে আসবেন মন্ত্রীদ্বয়। স্বাগত ভাষণ দেবেন অ্যাডিশনাল সেক্রেটারি ও ডিরেক্টর জেনারেল। এর পরেই দুই শহরের দুটি নবনির্মিত সেন্টার পর্দায় দেখানো হবে। 9টা 36 মিনিটে বক্তব্য দেবেন শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়। পাঁচ মিনিট পর বলবেন মাইশূরের সাংসদ প্রতাপ সিমহা। এর পরই উদ্বোধন ও স্বাস্থমন্ত্রী মনসুখ মান্ডবিয়ার ভাষণ। শেষে ডিরেক্টরের ধন্যবাদ জ্ঞাপন।
শিলচর ট্রাঙ্ক রোডের উদ্বোধনী পর্বে অবশ্য সাংসদ ডা. রাজদীপ রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী সশরীরে উপস্থিত থাকবেন।