Barak UpdatesHappeningsBreaking News

পুরকর বৃদ্ধির বিরুদ্ধে পথসভা, পদযাত্রা, গণস্বাক্ষর অভিযান

ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর : নির্বাচিত পুর বোর্ড না থাকা অবস্থায় পুরকর বাড়ানোর প্রস্তুতি হিসেবে শিলচর পুর এলাকার নাগরিকদের সেল্ফ অ্যাসেসমেন্ট ও রি-অ্যাসেসমেন্ট ফর্ম জমা দেওয়ার যে নির্দেশ জারি করা হয়েছে, এর প্রতিবাদে আজ ৪ সেপ্টেম্বর শিলচরের কলেজ রোড বাজার থেকে পথসভা, পদযাত্রা করে সেল্ফ-এসেসম্যান্ট ফর্ম জমা না দেওয়ার গণস্বাক্ষর অভিযানের জন্য আহ্বান জানায় ফোরাম ফর সোশ্যাল হারমনি ও অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। এই কর্মসূচি চলে কলেজ রোড বাজার, সুভাষ নগর, অম্বিকাপট্টি শনিবাড়ি ও অম্বিকাপট্টি চৌরঙ্গী হয়ে হাসপাতাল রোড পয়েন্ট পর্যন্ত। এই কর্মসূচিতে শামিল হয়ে পায়ে পা মিলিয়েছেন বহু মানুষ৷ এই কর্মসূচি আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত লাগাতার চলবে। তারপর পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে সংস্থাদুটি জানিয়েছে।

নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের জারি করা লিফলেট বিতরণ করে ফোরাম ফর সোশ্যাল হারমনি ও অসম মজুরি শ্রমিক ইউনিয়ন জানিয়ে দেয়, সেলফ অ্যাসেসমেন্ট ফর্মে যে সব হার ধার্য রয়েছে, তাতেই বোঝা যায, পুরকর বাড়বে বর্তমান করের ২০ গুণ৷ অর্থাৎ যারা এখন একহাজার টাকা কর দিচ্ছেন, তাদের ২০ হাজার টাকা কর দিতে হবে৷ সরকারের এই তুঘলকি কর-বৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর গণ-আন্দোলনের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে হবে এবং যে কোনও ভাবে সরকারের এই অগণতান্ত্রিক পদক্ষেপকে রুখতে হবে বলে মন্তব্য করেন অরিন্দম দেব ও মৃণাল কান্তি সোম৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker