Barak UpdatesHappeningsBreaking News

অধ্যাপিকা স্বপ্না দেবী আর নেই

ওয়েটুবরাক, ২৫ অগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন, সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ড. স্বপ্না দেবী আর নেই। তিনি বুধবার রাত ১১টা ৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ তিনি কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা বিবেক বাহিনীর প্রতিষ্ঠাতা ড.সুখময় ভট্টাচার্যের সহধর্মিনী। তাঁর প্রয়াণে শিলচর সহ উপত্যকায় শোক পরিলক্ষিত হয়৷

মাত্র আড়াই মাস আগে অধ্যাপিকা স্বপ্না দেবীর কিডনিজনিত সমস্যা ধরা পড়ে৷ তখন থেকেই চিকিৎসা চলছিল৷ গত সোমবার তা মারাত্মক হয়ে উঠলে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়৷ সেখান থেকে আর বেরোতে পারলেন না৷ বয়স হয়েছিল ৭০ বছর৷

অত্যন্ত মেধাবী ড. দেবী তিনটি স্বর্ণপদক জয়ী৷ শিক্ষকতার জীবনেও তিনি অত্যন্ত কৃতী ছিলেন৷ প্রথমে যোগ দিয়েছিলেন করিমগঞ্জ রবীন্দ্র সদন গার্লস কলেজ, এর পর গুরুচরণ কলেজ৷ শেষে আসাম বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে বিভাগীয় প্রধান সহ বিভিন্ন দায়িত্ব পালন করতেন৷ ডিন হিসাবে তিনি নানা সময়ে তাঁর প্রশাসনিক দক্ষতার পরিচয় দিয়েছেন৷ তিনি উত্তর পূর্বাঞ্চল থেকে দ্বিতীয় সংস্কৃত কমিশনের একমাত্র সদস্য ছিলেন৷ স্বপ্নাদেবী শিলচরের যোগবিজ্ঞান মহাবিদ্যালয় সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন৷ বৃহস্পতিবার সকালে শিলচর শ্মশানে তাঁর অন্ত্যেষ্টি হয়৷

কাছাড় কলেজ প্রাক্তনী ছাত্র সংস্থা বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করে । প্রাক্তনী সংস্থার সহ-সভাপতি পার্থরঞ্জন চক্রবর্তী শ্মশানে গিয়ে সংস্থার পক্ষে শেষশ্রদ্ধা নিবেদন করেন৷ কলেজের বহু প্রাক্তন ও বর্তমান শিক্ষক-ছাত্র এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker