NE UpdatesBarak UpdatesBreaking News

মেঘালয়ে বিজেপির টিকিট বণ্টনে সমীক্ষাতেই জোর

ওয়েটুবরাক, ১৫ আগস্ট:  দলের গোপন সমীক্ষায় যার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, তিনিই বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন৷ এমনকী সমীক্ষায় নেতিবাচক মনে হলে বর্তমান বিধায়করাও প্রার্থী তালিকা থেকে ছিটকে যেতে পারেন৷ কথাগুলি বললেন মেঘালয় বিজেপির সভাপতি আরনেস্ট মাউরি৷

আগামী বছরেই মেঘালয় বিধানসভার নির্বাচন৷ এই মুহূর্তে তাঁর মন্তব্য রাজনৈতিক মহলে নতুন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ বর্তমান বিধানসভায় বিজেপির দুইজন বিধায়ক রয়েছেন৷ এএল হেক এবং সানবর সুল্লই৷ আরনেস্টের কথায়, দলীয় তরফে গোপনে সমীক্ষা চালানো হচ্ছে৷ কোন আসনে কার জেতার সম্ভাবনা কতটা, মূলত সেটাই খতিয়ে দেখছে সমীক্ষকদল৷ টিকিট প্রদানে ওই সমীক্ষার ফলাফলই সবচেয়ে গুরুত্ব পাবে৷
প্রশ্ন ওঠে, বর্তমান বিধায়করাও বাদ পড়ে যেতে পারেন? আরনেস্ট পরিষ্কার জানিয়ে দেন, সমীক্ষার ফলাফলই একমাত্র বিবেচ্য৷ তাঁদের কেন্দ্রে জেতার সম্ভাবনায় যদি আরও কেউ এগিয়ে থাকেন, তাহলে বর্তমান বিধায়কও বাদ পড়বেন৷

তবে এই সব টিকিট দেওয়া বা বাতিল করায় যে তাঁর কোনও হাত বা ক্ষমতা নেই, সে কথা তিনি স্পষ্ট করেই উল্লেখ করেন৷ বলেন, অসম ও মণিপুর বিধানসভা নির্বাচনের সময় যা দেখেছেন, এর ভিত্তিতেই তিনি এমনটা মনে করছেন৷ তাঁর কথায়, সমীক্ষার পরে টিকিট প্রদানের ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নীতীন গড়কড়ির মতো নেতৃবৃন্দ৷ একেবারেই নিজের অনুমানে নাকি কোথাও কোনও ইঙ্গিত পেয়ে বিধায়কদ্বয়কে সতর্ক করে দিলেন প্রদেশ সভাপতি, এই নিয়েই এখন চর্চা চলছে মেঘালয়ের রাজনীতিতে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker