NE UpdatesHappeningsBreaking News
তিনসুকিয়ায় বাংলাদেশি সন্দেহে বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার
ওয়েটুবরাক, ১১ আগস্ট : তিনসুকিয়ায় বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হলেন বৌদ্ধ ভিক্ষু। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রতনশ্রী ভিক্ষু ওরফে রাহুল বরুয়া৷ তিনসুকিয়া বৌদ্ধ বিহার কর্তৃপক্ষই তার নামে পুলিশে অভিযোগ জানায়৷ তাঁর কাছে ত্রিপুরার ভোটার কার্ড, জন্মের প্রমাণপত্র ইত্যাদি থাকলেও ত্রিপুরা পুলিশ জানিয়েছে, সব ভুয়ো।
ডিব্রুগড়ের আঞ্চলিক ভিক্ষু সঙ্ঘ সমিতির প্রধান সুমেধানন্দ মহাথেরো বলেন, তার কাছে বাংলাদেশের একটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। এরপরই পুলিশকে খবর জানানো হয়৷ রতনশ্রীর দাবি, তিনি ত্রিপুরার ধলাইয়ের বাসিন্দা। ৫ বছর তিনি ডিব্রুগড়ের গ্রাহামবাজার বিহারে ছিলেন। পরে সঙ্ঘে বিভাজনের জন্য তাঁকে তিনসুকিয়ায় পাঠানো হয়। তিনি সঙ্ঘের অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়েছেন।