Barak UpdatesHappeningsCultureBreaking News
নানা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে শিলচরে বঙ্গ সাহিত্যের কবিপ্রয়াণ দিবস পালন
ওয়েটুবরাক, ৯ আগস্ট : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি এবার ২২ শ্রাবণ অর্থাৎ কবিপ্রয়াণ দিবস দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে৷ গত ৭ আগস্ট সন্ধ্যা পাঁচটায় বঙ্গভবন সভাগৃহে অনুষ্ঠিত হয় “কবিপ্রণাম”৷ এই অনুষ্ঠানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়৷
প্রথম ও তৃতীয় স্থানাধিকারীরা পায় হীরালাল শর্মা স্মৃতি পুরস্কার৷ দ্বিতীয় স্থানাধিকারীদের দেওয়া হয় বাটু দাশগুপ্ত স্মৃতি পুরস্কার৷ সবাইকে উত্তরীয় পরিয়ে জাতীয় পতাকা হাতে তুলে দেওয়া হয়৷ উত্তরীয় ও জাতীয় পতাকা প্রদান করে জয়ঠাকুর সেবা সমিতি৷
সে দিন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিল্পীবৃন্দ৷ স্বাগত বক্তব্য রাখেন শিলচর শহর আঞ্চলিক কমিটির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ৷ রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করেন জেলা সভাপতি সঞ্জীব দেবলস্কর৷ সঙ্গীত পরিবেশন করেন সঞ্জয় দেবলস্কর, বাপী রায়, রুদ্রাক্ষী দেবনাথ, প্রতীক্ষা দেব, রোহিতাশ্ব চক্রবর্তী ও সমৃদ্ধি বিশ্বাস৷ সমবেত সঙ্গীত পরিবেশন করে ছন্দে ছন্দে মিউজিক অ্যাকাডেমির শিশুশিল্পীরা৷ শিল্পীদের তবলায় সহযোগিতা করেন অনুপম মণ্ডল৷ আবৃত্তি করেন রণধীর চক্রবর্তী, পঞ্চতপা বিশ্বাস, ইন্দিরা পালিত, দেবরাজ দাশগুপ্ত, রাজশ্রীরানি দাস ও শতাক্ষী দেব পুরকায়স্থ৷ শিশুশিল্পী আদ্ভিকা দাস রবীন্দ্রনৃত্যে সবাইকে মুগ্ধ করে৷ শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জেলা সম্পাদক ড. জয়ন্ত দেবরায়৷
৮ আগস্ট বঙ্গভবন প্রাঙ্গণে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সম্মেলনের কর্মকর্তারা৷ সেখানে সদস্যরা রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন৷ রবীন্দ্র আলোচনা করেন প্রাক্তন জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও কার্যবাহী সদস্য নিখিল পাল৷