NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ব্যাংক বেসরকারীকরণের বিরূদ্ধে জনমত গঠনে অফিসারস কনফেডারেশন ময়দানে

ওয়েটুবরাক, ১ আগস্ট : ব্যাংক বেসরকারিকরণের বিরূদ্ধে জনমত গঠন করে চলেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন-এর আসাম রাজ্য কমিটি ৷ এই সময়ে তাঁরা বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে চলেছেন৷ রবিবার শিলচর শহরের প্রেমতলা-সেন্ট্রাল রোড, রাঙিরখাড়ি ও তারাপুর অঞ্চলে গিয়ে মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন, ব্যাংক বেসরকারীকরণের বিরূদ্ধে নিজেদের মতামত তুলে ধরেন৷

তাঁরা বলেন, ব্যাঙ্কের সরকারি নিয়ন্ত্রণকে পুরোপুরি বেসরকারি হাতে তুলে দেওয়ার যাবতীয় ব্যবস্থা করে জরুরি ভিত্তিতে সংসদে বিল আনা হচ্ছে৷ দুটি-চারটি নয়, গোটা ব্যাঙ্ক ব্যবস্থাকে বেসরকারীকরণের প্রক্রিয়া চালু করা হচ্ছে৷ তাঁদের কথায়, এই সময়ে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের মূল্য আকাশছোঁয়া৷ কিন্তু কৃষকরা এর ফল পায় না, পায় পুঁজিপতিরা৷ ব্যাঙ্ক বেসরকারীকরণ হলেও একই অবস্থা হবে৷ তখন কৃষককে মহাজন বা মাইক্রো ফিনান্সের কাছে যেতে হবে৷ ছোট শিল্পোদ্যোগীদের জন্য বন্ধ হবে ব্যাঙ্কের দরজা৷ ঝাঁ চকচকে বেসরকারি ব্যাঙ্ক শুধু ধনী, পুঁজিপতি এবং বড় কৃষকদের সেবায় নিয়োজিত থাকবে৷ তাই অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন-এর আসাম রাজ্য কমিটির আহ্বান, ব্যাঙ্ক বাঁচানোর স্বার্থে, দেশ বাঁচানোর স্বার্থে এই প্রয়াসের বিরোধিতায় সকল নাগরিকরা সরব হোন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker