Barak UpdatesHappenings
কংগ্রেস নেতা আব্দুল করিম লস্কর প্রয়াত
৩১ জুলাই : শিলচরের বিশিষ্ট কংগ্রেস নেতা তথা মহকুমা পরিষদের প্রাক্তন চিফ কাউন্সিলর আব্দুল করিম লস্কর ওরফে ভোলাই মিয়া প্রয়াত হয়েছেন। শনিবার সন্ধ্যায় তাঁর মধুরবন্দের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর। রেখে গেছেন স্ত্রী, তিন ছেলে ও ৫ মেয়ে সহ বহু আত্মীয় ও গুণ্মুগ্ধকে। মধুরবন্দের শাহি ঈদগাহ ময়দানে আজ দুপুর দেড়টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
প্রয়াত আব্দুল করম লস্কর ১৯৫৬ সালে যুব কংগ্রেসে যোগ দিয়েছিলেন। শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন কিছুদিন। তিনি বরাকের রূপকার ময়ীনুল হক চৌধুরী ও কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের ঘনিষ্ঠ ছিলেন। এমনকি দেশের ততকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ ছিল। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি জড়িত ছিলেন।
এই নেতা আমৃত্যু কংগ্রেসি আদর্শে বিশ্বাসী ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি তমাল কান্তি বণিক। এই মৃত্যুকে তিনি দলের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন। শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তী, সঞ্জীব রায়, কিশোর ভট্টাচার্য, সুজন দত্ত, সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, প্রাক্তন মন্ত্রী গৌতম রায় প্রমুখ।