India & World UpdatesHappeningsSportsBreaking News
বিশ্ব অ্যাথলেটিক্সে রুপো জিতলেন নীরজ
ওয়েটুবরাক, ২৪ জুলাই : ১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টে আবার পদক জিতল ভারত। অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে দেশের হয়ে রুপো জিতেছেন। অ্যান্ডারসন পিটার্স এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। তিনি ৯০.৪৬ মিটার জ্যাভলিন নিক্ষেপ করেন।
এর আগে ২০০৩ সালে অঞ্জু ববি জর্জ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লং জাম্প ইভেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
নীরজ গত বছর টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। ১২০ বছর পর ভারতের অ্যাথলিট হিসেবে তিনি অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক জেতেন।