NE UpdatesHappeningsBreaking News

বিফ শব্দের ব্যবহার: নাহারলাগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ওয়েটুবরাক, ১৭ জুলাই : ৪৮ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞা ফিরিয়ে নিলেন অরুণাচল প্রদেশের নাহারলাগুন টাউন কমিটির এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামু ডাডা৷ গত বৃহস্পতিবার তিনিই নির্দেশ দিয়েছিলেন, শহরের কোনও হোটেল বা রেস্টুরেন্টের সাইনবোর্ডে ‘বিফ’ শব্দের উল্লেখ করা যাবে না৷ তাতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ এর দরুন ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামু-ই নতুন নির্দেশিকা জারি করেন৷ তিনি বলেন, বিভিন্ন সংস্থার দাবির প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত হয়েছে, বৃহস্পতিবারের নিষেধাজ্ঞাটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করা হবে না৷

Rananuj

অরুণাচল প্রদেশ চেম্বার অব কমার্স ‘বিফ’ না লেখার নির্দেশ ঘিরে সমালোচনায় মুখর হয়৷ তাদের কথায়, বৃহস্পতিবারের নির্দেশিকা জারির কোনও প্রয়োজনই ছিল না৷ সাধারণ সম্পাদক টোকো টাটুং বলেন, হিন্দু ব্যবসায়ীদের কেউ কোনওকালে ‘বিফ’ শব্দের ব্যবহার নিয়ে কিছু বলেননি৷

এনপিপি-র অরুণাচল প্রদেশ শাখার পক্ষ থেকে এর নিন্দা জানিয়ে বলা হয়েছে, সহাবস্থানের বদলে দুই জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে প্রশাসন৷ সমালোচনায় মুখর অরুণাচল প্রদেশ যুব কংগ্রেসও৷ তাদের কথায়, এই নিষেধাজ্ঞা সমাজে অস্থিরতা ডেকে এনেছে৷ তামু তাঁর প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করলেন৷ এটা আরএসএসের কোনও চক্রান্তও হতে পারে বলে আশঙ্কা করছে যুব কংগ্রেস৷

তবে ৪৮ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞাটি ফিরিয়ে নেওয়ায় বিতর্কের অবসান হলো বলেই মনে করা হচ্ছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker