Barak UpdatesHappeningsBreaking News
বন্যা যোদ্ধাদের সম্মান জানাল শিলচর জেলা কংগ্রেসSilchar District Congress felicitates ‘Flood Warriors’
১৬ জুলাই : শিলচর তথা কাছাড় জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে যে সব ব্যক্তি ও সংগঠন বন্যাক্রান্ত মানুষের পাশে নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, তাদের শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানাল শিলচর জেলা কংগ্রেস। স্থানীয় গান্ধীভবনে আয়োজিত অনুষ্ঠানে এ দিন জেলা কংগ্রেসের পক্ষে মোট ৯১টি সংগঠনকে সম্মান জানানো হয়। এছাড়াও বন্যাদুর্গতদের ব্যক্তিগতভাবে যারা সহায়তা করেছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনকেও এ দিন সম্মাননা জ্ঞাপন করা হয়েছে।
এই সংস্থাগুলোর মধ্যে অন্যতম রেডক্রস সোসাইটি, কাছাড় ক্যান্সার হাসপাতাল, শিলচর রামকৃষ্ণ মিশন, লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, থাউজেন্ড সায়ন্তন, ক্লাব আমরা, গণসুর, অ্যাপোলো ক্লাব, ভারত সেবাশ্রম সংঘ, রবীনহুড আর্মি, ইনার হুইল ক্লাব, ক্লাব অনন্যা, পার্লার অ্যাসোসিয়েশন, লিও ক্লাব, মিউসিক ওয়ার্ল্ড, উদয়ের পথে, রাইজিং ইয়ুথ, সুবীর ধর অ্যান্ড ফ্রেন্ডস সহ আরও অনেক সংগঠন। এঁদের হাতে শুভেচ্ছা স্মারক, বই ও শংসাপত্র তুলে দেওয়া হয়। এ দিন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ৪০ দিনে সাইকেলে করে কেদারনাথ ঘুরে আসা এক ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
এ দিন গান্ধীভবনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে এর উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা কংগ্রেস সভাপতি তমাল কান্তি বণিক। তাছাড়া শিলচরের রামানুজ গুপ্ত কলেজের অঙ্কের শিক্ষক বিশ্বজিত ঘোষ ও কংগ্রেস কর্মী মেহেবুব আলম বড়লস্করের স্মৃতিতে এক মিনিট নিরবতাও পালন করা হয়।