Barak UpdatesHappeningsBusinessBreaking News

খুলল ডলু চা বাগান, কাজকর্ম স্বাভাবিক

ওয়েটুবরাক. ২ জুলাই : শনিবার খুলল ডলু চা বাগান৷ ত্রিপাক্ষিক বৈঠকে স্থির হয়েছে, যেখানে কাজে পাঠানো হবে, নির্দিষ্ট সময় ধরে সেখানেই  কাজ করবেন শ্রমিকরা৷ বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং সিটুর পরামর্শ মেনেই তাঁরা এই সিদ্ধান্তে সায় জানান৷ এর পরই মালিকপক্ষ  বাগান খোলার সিদ্ধান্ত চূড়ান্ত করে৷

গত ২৮ জুন ভোরে বাগান গেটে লকআউটের নোটিশ ঝুলিয়ে দিয়েছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় সিকদার৷ তাঁদের বক্তব্য ছিল, শ্রমিকদের অনেকে কাজে অনুপস্থিত থাকেন৷ যারা কাজে যান, তাঁরাও আটঘণ্টা কাজ করতে চান না৷ কাজের জায়গা নিয়েও আপত্তি করেন অনেকে৷ ফলে লোকসানের বহর বাড়ছে৷

এ দিকে, আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, বরাক চা শ্রমিক ইউনিয়ন, সিটু ববং বিএমএস কেউ তাদের উপস্থিতি মেনে নিতে পারছে না৷ তাই তিন সংস্থাই ত্রিপাক্ষিক বৈঠকে জানিয়ে দেয়, আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন এই চুক্তিপত্রে স্বাক্ষর করলে তারা এর পক্ষ হবেন না৷ পরে ইগো ঝেড়ে আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, লকআউট প্রত্যাহার হলে তারা চুক্তিপত্রে পক্ষ না হলেও চলবে৷ তবে তাঁরা তিন ইউনিয়নের আচরণে বিস্ময় প্রকাশ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker