Barak UpdatesHappeningsBreaking News
ডলু বাগানে লকআউটের প্রতিবাদ জানাল সিটু
ওয়েটুবরাক, ২৯ জুন : ডলু বাগানে লক আউট ঘোষণার প্রতিবাদ জানাল সিটুর কাছাড় জেলা কমিটি। তাঁদের কথায়, একাংশ শ্রমিকদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সমস্ত শ্রমিকের উপর লক আউট চাপিয়ে দেওয়া কোনভাবেই মেনে নেওয়া যায়না। সিটু কোনও ভাবেই এই একতরফা সিদ্ধান্ত মেনে নিতে পারে না।
সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, বাগানের তিনটি স্বীকৃত শ্রমিক সংগঠন থাকা সত্ত্বেও তাদের সঙ্গে প্রত্যক্ষ আলোচনায় বসেনি৷ তা ছাড়া, প্রশাসনিক মধস্থতায় ত্রিপাক্ষিক আলোচনা করা যেত। সিটু অবিলম্বে লক আউটের সিদ্ধান্ত প্রত্যাহার করে বাগানের স্বাভাবিক কাজকর্ম শুরু করার জন্য মালিকপক্ষের কাছে দাবি জানায়। কাছাড়ের অতিরিক্ত শ্রম কমিশনার ও জেলাশাসকের কাছে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করে বাগানের মালিকপক্ষকে লক আউট প্রত্যাহার করার আদেশ দেওয়ার জন্য আবেদন জানায় সিটু।