NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতে বিপজ্জনক স্থানের বাসিন্দাদের সরে যেতে বলল প্রশাসন
ওয়েটুবরাক, ১৭ জুন : টানা বৃষ্টি৷ এর দরুন রাজ্যের বন্যা পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। গুয়াহাটি সহ আশপাশের বিভিন্ন এলাকায় ধস নামছে। জখম হয়েছেন কয়েকজন। তাই জেলা প্রশাসন বিপজ্জনক এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে যেতে অনুরোধ করেছেন। স্থানে স্থানে তাঁদের জন্য তৈরি করা হয়েছে ত্রাণ শিবির। এই পরিস্থিতিতে আগামী কালও শহরের সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গুয়াহাটি উন্নয়ন মন্ত্রী অশোক সিংঘল জানান, ভরলু নদী জলে ভরে থাকায় শহরের জল বেরোনোর জায়গা পাচ্ছে না। শহরের ধারণ ক্ষমতার তুলনায় বৃষ্টির পরিমাণ অনেক বেশি। সুপার সাকার শহরের নালা-নর্দমা থেকে ১ লক্ষ চার হাজার মেট্রিক টন আবর্জনা বের করেছে। কিন্তু অনেক স্থানে সুপার সাকার নেওয়া যায়নি।
রাজ্যের অন্যান্য জেলাতেও বন্যা চলছে। মঙ্গলদৈতে শাকতোলা নদীর জলে ভেসেছে ১৫ নম্বর জাতীয় সড়ক। বন্যার জলে কাজিরাঙা থেকে ভেসে মাজুলির বিভিন্ন চর-চাপরিতে আশ্রয় নিয়েছে হাতি ও গন্ডার। আতঙ্কে আছেন এলাকার মানুষ। নগাঁওতে কপিলী নদীর বন্যায় জলমগ্ন অনেক এলাকা। তার মধ্যে নিপকো প্রকল্প থেকে জল ছাড়ায় আতঙ্ক বাড়ছে।
কামরূপ, বজালি, নলবাড়ি, বঙাইগাঁও, ডিমা হাসাও, তামুলপুরে স্কুল বন্ধ রাখা হয়েছে।