India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, হত ৩২
ওয়েটুবরাক, ৫ জুন : বাংলাদেশের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ রাতভর আগুন আর পরপর বিস্ফোরণে পুড়ে মৃত্যু হয়েছে ৩২ জনের। এদের মধ্যে রয়েছেন ৩ দমকল কর্মীও। আহত দেড়শোরও বেশি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। রবিবার সকালেও কন্টেনারের ডিপোয় আগুন জ্বলছে, ভিতর থেকে আসছে বিস্ফোরণের শব্দ। হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। প্রাণের ঝুঁকি নিয়ে রাতভর কাজ করে চলেছেন তাঁরা। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় একটি বড়সড় কন্টেনার ডিপোতে শনিবার রাত প্রায় ১১ টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। সেসময় কাজ করছিলেন বহু শ্রমিক-কর্মচারী। ডিপোর ভিতরে মজুত দাহ্য পদার্থের জন্য আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটে একের পর এক বিস্ফোরণ। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। একে একে ৩২ জনের ঝলসানো দেহ উদ্ধার হয় ডিপোর ভিতর থেকে। কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিন দমকল কর্মীও।
চট্টগ্রামের দমকল বিভাগের ডিজি জানান, কারখানায় ৫০০ মিটারের মধ্যে একটি টিনের শেড রয়েছে। সেখানে প্রচুর পরিমাণে হাইড্রোজেন পারক্সাইড মজুত ছিল৷ এটি অতি দাহ্য পদার্থ। সেখানেই প্রথম বিস্ফোরণ ঘটে৷ উড়ে গিয়েছে শেডটি। তিন-চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে পরপর বিস্ফোরণে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে পড়ে। অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে।