Barak UpdatesHappeningsBreaking News

রেলের সঙ্গে বিকল্প সড়কেরও সার্ভে হোক, দাবি প্রবীণ নাগরিক মঞ্চের

ওয়েটুবরাক, ৪ জুন : শিলচর- চন্দ্রনাথপুর – লঙ্কা নতুন রেলপথের যথাযথ সার্ভে বা জরিপ-সমীক্ষার জন্য রেল মন্ত্রক ৪৩ কোটি ২৩ লক্ষ টাকা বরাদ্দ করায় শিলচরের সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ এই উদ্যোগকে স্বাগত জানায়৷ পাশাপাশি তাঁরা ভারতের সড়ক মন্ত্রী নীতিন গাড়কারিকে অনুরোধ করেন, রেলমন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে প্রস্তাবিত নতুন সড়কপথের সার্ভেও সম্পন্ন করা হোক। পাহাড়ি অঞ্চলে রেল ও সড়ক পথ যথাসম্ভব পাশাপাশি থাকলে অনেক স্থানে দোতলা পুল নির্মাণ, সুড়ঙ্গ পথ নির্মাণ সহ রক্ষণাবেক্ষণ সহজ ও কম ব্যয়সাপেক্ষ হয়। জমি অধিগ্রহণ, নির্মাণসামগ্রী পৌঁছে দেওয়া, প্রয়োজনে উদ্ধার কাজও সহজ হয়। তাই রেল ও সড়কপথের সার্ভে একসঙ্গে করার জন্য সড়ক মন্ত্রকও যাতে অর্থ বরাদ্দ করে, দাবি মঞ্চের কর্মকর্তারা৷

তাঁরা এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে, শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় কিছুদিন আগে মন্ত্রী গাড়কারিকে নতুন সড়কপথটি নির্মাণ নিয়ে বিস্তৃতভাবে অবহিত করেছেন ও দাবি পেশ করেছেন। মঞ্চের উপভাপতি নীহারেন্দু পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার দে স্বাক্ষরিত স্মারক পত্রের প্রতিলিপি প্রধান মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রী, সাংসদ ও জেলাশাসককে পাঠানো হয়েছে বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker