NE UpdatesHappeningsBreaking News

পাহাড় লাইনে ধসে রেলের ক্ষতি ৩৫০ কোটি

ওয়েটুবরাক, ৩০ মে : ধসে অসমের ডিমা হাসাও জেলায় রেলের ৩৫০ কোটি টাকার লোকসান হয়েছে৷ শনিবার কেন্দ্রীয় প্রতিনিধি দলকে এই কথা জানান লামডিংয়ের অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বলবীর সিংহ৷ হাফলঙে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, অন্তত ৪১টি জায়গায় রেললাইনের ক্ষতি হয়েছে৷ এর মধ্যে ১১টি জায়গায় সামান্য ক্ষতি হওয়ায় এরই মধ্যে সে সব মেরামত করে নেওয়া গিয়েছে৷ বাকি ৩০ জায়গায় ট্র্যাকের মারাত্মক ক্ষতি হয়েছে৷ শুধু ফাইডিংয়েই চার জায়গায় ট্র্যাক নিশ্চিহ্ন৷

দামছড়াতেও একই অবস্থা৷ এক জায়গায় ৩৫০ মিটার ট্র্যাক শূন্যে ঝুলছে৷ ডিআরএম আরও জানান, হাফলঙ স্টেশনে দাঁড়িয়ে থাকা দুটি ইঞ্জিন একেবারে অকেজো হয়ে গিয়েছে৷ আরও চারটি ইঞ্জিন মেরামত করতে হবে৷ ক্ষতি হয়েছে বেশ কিছু কামরারও৷ ধসবিধ্বস্ত জেলার ক্ষয়ক্ষতি নিরূপণের জন্যই কেন্দ্রীয় দলটি শনিবার ডিমা হাসাও পরিদর্শন করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker