NE UpdatesAnalyticsBreaking News
পাহাড় লাইন সংস্কারে ১৮০ কোটি মঞ্জুর, ১০ জুলাইয়ের মধ্যে রেল চলাচল₹180 cr sanctioned for restoration of railway network in Dima Hasao, work to ve over by 10 July
মুখ্যমন্ত্রী হিমন্তকে আশ্বাস রেলমন্ত্রীর
২২ মে : বন্যা ও ধসে বিপর্যস্ত পাহাড় লাইনের রেল পরিষেবা সচল করে তুলতে কেন্দ্র সরকার ১৮০ কোটি টাকা মঞ্জুর করেছে। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বিষ্ণৌ। এ দিন টুইট করে মুখ্যমন্ত্রী এই অর্থ বরাদ্দের কথা জানান।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বর্তমানে দিল্লিতে রয়েছেন। সেখানে তিনি ডিমা হাসাও জেলার বিপর্যস্ত রেল পরিষেবা নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। ট্র্যাক সারিয়ে তুলে রেল চলাচল যত শীঘ্র সম্ভব চালু করার জন্য তিনি রেলমন্ত্রীকে অনুরোধ জানান। এরপরই রেলমন্ত্রী বিষ্ণৌ পাহাড় লাইনের বিধ্বস্ত রেল পরিষেবা পুনরায় চালু করতে ১৮০ কোটি টাকা মঞ্জুরের কথা ঘোষণা করেন। তিনি আরও জানান, ১০ জুলাইয়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করে তোলার যাবতীয় প্রচেষ্টা করবে রেল মন্রক।
Repair of the damaged portions of the vital rail link will not only restore connectivity between Barak and Brahmaputra valleys of Assam but also reconnect Tripura, Mizoram & parts of Manipur with rest of the country.
My gratitude to the Hon Minister for his prompt initiative.
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 22, 2022
এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড় লাইনে রেল পরিষেবা পুনরায় শুরু হলে শুধুমাত্র বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে যে সংযোগ স্থাপিত হবে তা নয়। বরং এই পরিষেবা পুনরায় সচল হলে ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের একটি অংশ দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত হবে। তিনি এজন্য রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।