NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

মেডিক্যালের ব্লাড ব্যাঙ্ক : ফোরামকে মামলার শলা সর্বভারতীয় নেতৃত্বের

ওয়েটুবরাক, ২১ মে : শিলচর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কের সঙ্গে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের বিরোধ বেশ কিছুদিনের৷ ফোরামের অভিযোগ, সন্ধ্যা হতেই ওই ব্লাড ব্যাঙ্ক বন্ধ হয়ে যায়, রক্ত দিতে গিয়ে দাতাদের অনেক সময় বসে থাকতে হয়, ডোনারস কার্ড দেওয়া হয় না এখানে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এ সব বিষয় উত্থাপন করেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সদস্য সব্যসাচী রুদ্রগুপ্ত৷ তিনি আবার ফেডারেশন অব ভলান্টারি ব্লাড ডোনার অর্গানাইজেশনস অব ইন্ডিয়ার সদস্য৷ ফোরামের দুই দশক পূর্তির অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে এখানে এসেছেন ফেডারেশনের সম্পাদক প্রধান অপূর্বকুমার ঘোষ৷ তিনদিনের কর্মসূচির ়সমাপ্তি দিনে অপূর্ব ঘোষ ও সব্যসাচী রুদ্রগুপ্ত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন৷ সব্যসাচী বলেন, আরটিআই করে পর্যন্ত বহু প্রশ্নের জবাব মেলেনি৷ সাংবাদিক সম্মেলনেই অপূর্ব ঘোষ ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামকে এ সব নিয়ে জনস্বার্থ সংক্রান্ত মামলা করার শলা দেন৷ সব্যসাচী জানান, তাঁরা ওই পথেই এগোচ্ছেন৷ আইনজীবীদের সঙ্গে কথাবার্তা হচ্ছে৷

সর্বভারতীয় সংগঠনটির সম্পাদকপ্রধান বলেন, তাঁরা শিলচরের আদলে রাজ্যের অন্যত্র কাজকর্ম ছড়ানোর চেষ্টা করছেন৷ এ রাজ্যে একমাত্র বরাক উপত্যকাতেই রক্তদান ও এ বিষয়ক সাংগঠনিক কাজকর্ম রয়েছে৷ মহীতোষ পালের প্রচেষ্টায় ডিব্রুগড়-তিনসুকিয়ায় কিছু রক্তদান শিবির হয়েছিল৷ এর বেশি আসামের কোথাও কিছু হয়নি৷ তিনি ব্রহ্মপুত্র উপত্যকায় সংগঠন গড়ে তোলার জন্য বরাক ভ্যালি ফোররামকেই দায়িত্ব দেন৷ বলেন, ধীরে ধীরে রক্তদান আন্দোলনকে উত্তর-পূর্ব জুড়ে শক্তিশালী করতে হবে৷ তবে তাদের যে রাজ্য কমিটি বলে আলাদা কোনও সাংগঠনিক বিস্তৃতির ব্যাপার নেই, তাও তিনি জানিয়ে দেন৷ বলেন, শাখা নয়, কোনও সংগঠন গড়ে উঠলে তাঁরা বিচার-বিবেচনা করে অনুমোদন জানান৷

তাঁর কথায়, ব্লাড ব্যাঙ্ক নিয়ে সমস্ত অভিযোগ মিটে যাবে যদি রক্তের চাহিদা ও জোগানে ভারসাম্য আনা যায়৷ শনিবারের সাংবাদিক সম্মেলনে ফোরামের কেন্দ্রীয় কমিটির তথা দুই দশক পূর্তি অনুষ্ঠানের প্রচার সম্পাদক সুজয় নাথও উপস্থিত ছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker