NE UpdatesHappeningsBreaking News

মুখ্যমন্ত্রী পদে ইস্তফা বিপ্লব দেবের
Biplab Kr Deb resigns as CM of Tripura

ওয়েটুবরাক, ১৪ মে : বিপ্লবকুমার দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন৷ আচমকাই শনিবার সকালে দলের গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হয়৷ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে দিল্লি থেকে পর্যবেক্ষক হিসাবে পাঠানো হয়৷ ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী বদলের সিদ্ধান্ত হয়৷ পরে ভূপেন্দ্র যাদবকে নিয়েই বিপ্লবকুমার দেব রাজভবনে ছুটে যান৷ রাজ্যপাল সত্যদেও আর্যের হাতে ইস্তফাপত্র তুলে দেন৷

বেরিয়েই বিপ্লব দেব সাংবাদিকদের বলেন, “দলের নির্দেশে প্রদেশ সভাপতির দায়িত্ব নিয়েছিলাম৷ পরে মুখ্যমন্ত্রী পদে দলই আমাকে নিযুক্ত করে৷ আজ দলেরই নির্দেশে পদত্যাগ করলাম৷ দল যে দায়িত্ব বা নির্দেশ দেবে, আমি তা-ই পালন করতে অঙ্গীকারবদ্ধ৷” তাঁর কথায়, আগামী বছর বিধানসভার ভোট৷ দলকে ক্ষমতায় ফেরাতে হলে সংগঠনের কাজে বেশি করে সময় দিতে হবে৷ এখন সেই কাজটাই তিনি করবেন৷ মূল লক্ষ্য, বিজেপিকে ক্ষমতায় ফেরানো, বললেন বিপ্লব৷

কিন্তু এখন কাকে মুখ্যমন্ত্রী করা হবে, সে দিকেই তাকিয়ে সবাই৷ কেন হঠাৎ ইস্তফা, এ নিয়েও চলছে নানা জল্পনা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker