Barak UpdatesHappeningsCultureBreaking News

রবীন্দ্রজয়ন্তীতে শিলচরে বঙ্গ সাহিত্যের নানা প্রতিযোগিতা, নাম লেখানোর আহ্বান

ওয়েটুবরাক, ১ মে : রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে রবীন্দ্রকবিতা আবৃত্তি এবং রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ আগামী ৮ মে বঙ্গভবনের চারতলায় রবীন্দ্রকবিতা প্রতিযোগিতা শুরু হবে সকাল নয়টায়৷ বেলা বারোটা থেকে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা৷

উভয় ক্ষেত্রে চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ ক বিভাগ: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি৷ খ বিভাগ : চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি৷ গ বিভাগ : সপ্তম, অষ্টম ও নবম শ্রেণি৷ ঘ বিভাগ : দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণি৷ সঙ্গীত প্রতিযোগীরা নিজেরাই গান বাছাই করবেন৷ আবৃত্তি প্রতিযোগিতায় কবিতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ ক বিভাগ : বীরপুরুষ/মনে পড়া/পুতুল ভাঙা/ছোট নদী (যে কোনও কবিতার প্রথম ১৬ লাইন)৷ খ বিভাগ : মৃত্যুঞ্জয়/ অচলা বুড়ি/ হারিয়ে যাওয়া/ কাগজের নৌকা (যে কোনও কবিতার প্রথম ২২ লাইন)৷ গ বিভাগ : ১৪০০ সাল/ নির্ঝরের স্বপ্নভঙ্গ/ পরিচয়৷ ঘ বিভাগ : আফ্রিকা/হঠাৎ দেখা/সবুজের অভিযান৷

আগ্রহী প্রতিযোগীদের নির্ধারিত মুদ্রিত ফর্ম পূরণ করে বঙ্গভবনে জমা দিতে হবে৷ সঙ্গে দিতে হবে নির্দিষ্ট ক্লাশে পড়ার প্রমাণপত্র৷ কোনও মাশুল বা ফি লাগবে না৷ বঙ্গভবনে সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ফর্ম দেওয়া-নেওয়া হবে৷
প্রতিযোগিতা ছাড়াও ৯ মে রবীন্দ্রজয়ন্তীর সকালে বঙ্গভবন থেকে এক শোভাযাত্রা বেরোবে৷ যাবে তারাপুরে রবীন্দ্রমূর্তির পাদদেশে৷ সেখান থেকে ফিরে বঙ্গভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘কবিপ্রণাম’৷ সন্ধ্যায় বঙ্গভবন প্রেক্ষাগৃহে আয়োজিত হচ্ছে ‘তুমি নব নব রূপে এসো প্রাণে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker