NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
জিগ্নেশকে জামিন দিয়েই এনকাউন্টার নিয়ে হাই কোর্টকে ব্যবস্থা নিতে বরপেটা আদালতের সুপারিশ
ওয়েটুবরাক, ৩০ এপ্রিল: দলিত নেতা, গুজরাটের তরুণ বিধায়ক জিগ্নেশ মেবাণী জামিন পেলেন৷ শুক্রবার বরপেটার জেলা ও দায়রা বিচারক এ চক্রবর্তী পুলিশের মহিলা সাবইন্সপেক্টরের শ্লীলতাহানির অভিযোগকে ভুয়ো বলেই রায় দেন৷ তাঁর অভিমত, পুলিশের এমন অভিযোগের মূল উদ্দেশ্য, ধৃতকে দীর্ঘদিন ধরে আটকে রাখা৷ তিনি পুলিশের সাম্প্রতিক কিছু কার্যকলাপ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে, এনকাউন্টার আসাম পুলিশের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন জেলা বিচারক৷ গৌহাটি হাই কোর্টের কাছে সুপারিশ করেন, তাঁরা যেন পুলিশকে এ সব শোধরে নিতে বলেন। কিছু নিয়মনীতি যেন বেঁধে দেওয়া হয়৷ অন্তত মধ্যরাতে ধৃতকে নিয়ে বেরনোর পর থেকে পুরো ঘটনাক্রম যাতে ক্যামেরাবন্দি করে পুলিশ, সে ব্যাপারে উচ্চ আদালত বিষয়টিকে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা হিসেবে নিতে পারে বলেও বিচারক চক্রবর্তী তাঁর রায়ে খোলামেলা উল্লেখ করেন৷
২৫ এপ্রিল কোকরাঝাড় আদালতে জামিন পেয়েছিলেন গুজরাটের বিধায়ক৷ সেদিনই বরপেটা পুলিশ নতুন মামলা করে দাবি করে, গুয়াহাটি থেকে কোকরাঝাড় যাওয়ার সময় গাড়িতে মহিলা এসআইয়ের সঙ্গে অশ্লীল ব্যবহার করছিলেন জিগ্নেশ। এই মামলায় উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে বিচারক চক্রবর্তী রায়ে বলেন, অভিযোগকারী মহিলা অভিযুক্তের পাশে বসে আসছিলেন। চলন্ত গাড়িতে মনে হতেই পারে, পাশের ব্যক্তি ধাক্কাধাক্কি করছেন। এ ছাড়া, এফআইআরে বলা হয়েছে, জিগ্নেশ তার উদ্দেশে গুজরাটি ভাষায় অশ্লীল শব্দ ব্যবহার করছিলেন। প্রশ্ন ওঠে, অভিযোগকারী কি গুজরাটি ভাষা বুঝতে পারেন? না পারলে তা যে অশ্লীল কী করে বুঝলেন? কোনও প্রশ্নের জবাব মেলেনি। এরও সদুত্তর মেলেনি যে, তিনি যদি গাড়িতে শ্লীলতাহানিরই শিকার হন, তবে ঘটনার পরেই তিনি কেন অন্য সিটে গিয়ে বসলেন না? এই সবের প্রেক্ষিতেই আদালত সরকারি পক্ষের আইনজীবীর পাল্টা যুক্তি খারিজ করে, মহিলা এসআইকে অপদস্থ করার মামলায় ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় দলিত নেতা জিগ্নেশকে।
তাঁর আইনজীবী অংশুমান বরা বলেন, জিগ্নেশের বিরুদ্ধে কোকরাঝাড়ের মামলার জামিনের কিছু আইনি প্রক্রিয়া বাকি আছে। সব সেরে সম্ভবত শনিবার সকালে তাঁকে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নিজের রাজ্যের উদ্দেশে উড়ে যাবেন তিনি৷
প্রথম থেকেই জিগ্নেশের আইনি সাহায্য দিচ্ছে অসম প্রদেশ কংগ্রেস। বিরেধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, জিগ্নেশের বিরুদ্ধে পুলিশের অভিযোগ হাস্যকর। নিজে আইনের ছাত্র হয়ে এমন কাজ জিগ্নেশ করবেন, তাও অন্য পুলিশ অফিসারদের উপস্থিতিতে, তা ভাবাও যায় না। প্রথমবারেও একটা টুইটের ভিত্তিতে বিনা নোটিসে ভিন রাজ্যের বিধায়ককে যে ভাবে পুলিস ধরে এনেছে তাও সংবিধান ও গণতন্ত্র পরিপন্থী, মন্তব্য করেন দেবব্রত৷