Barak UpdatesHappeningsCultureBreaking News
বিশ্ব নাট্য দিবসে আজ বঙ্গভবনে সংবর্ধনা, শ্রুতি নাটক, সারস্বতের একাঙ্ক নাটক
ওয়েটুবরাক, ২৭ মার্চ : বেশ কিছুদিন বিরতির পর আবারও শুরু হচ্ছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ‘এ মাসের নাটক’। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনের প্রেক্ষাগৃহে সারস্বত পরিবেশন করবে একাঙ্ক নাটক ‘সত্যপথ’। সঙ্গে থাকবে শ্রুতি নাটকেরও একটি অনুষ্ঠান। সম্মেলনের কাছাড় জেলা সমিতির সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ ধর জানিয়েছেন, এখন আবার প্রতি মাসে চলবে ‘এ মাসের নাটক’৷ এরই মধ্যে শহরের বিভিন্ন নাট্য সংস্থার সঙ্গে কথা হয়েছে৷ সকলে উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে প্রতি মাসে একেক নাট্যদল নাটক করতে সম্মতি জানিয়েছেন৷
সম্মেলনের কাছাড় জেলা সমিতির সম্পাদক ড. জয়ন্ত দেবরায় বলেন, ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস ৷ এই উপলক্ষে এ অঞ্চলের তিন নাট্যব্যক্তিত্বকে সংবর্ধনা জানানো হবে৷ তিনি সংবর্ধনা, শ্রুতি নাটক এবং সারস্বতের একাঙ্ক নাটকটি দেখার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন৷ প্রবেশপত্র বঙ্গভবনেই পাওয়া যাবে৷