NE UpdatesHappeningsBreaking News

মেঘালয় থেকে তাড়িয়ে দেওয়া হল বহির্রাজ্যের শ্রমিকদের

ওয়েটুবরাক, ২৫ ফেব্রুয়ারি : মেঘালয়ে বহির্রাজ্যের একদল নির্মাণ শ্রমিককে তাড়িয়ে দিলেন একাংশ স্থানীয় জনতা৷ তাদের দাবি, বাইরের শ্রমিকদের কাজ করতে দেওয়া হবে না৷ সমস্ত ধরনের কাজ মেঘালয়ের মানুষই করবেন৷ বৃহস্পতিবার গভীর রাতে তারা গুয়াহাটিতে গিয়ে উপস্থিত হন৷ সঙ্গে তাদের স্ত্রী-সন্তানরা৷ সব মিলিয়ে অন্যূন আড়াইশো জন৷

তাদের একাংশের বাড়ি অসমে৷ বাকিরা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের বাসিন্দা৷ তাঁরা জানিয়েছেন, আড়াই মাস গুয়াহাটির এক ঠিকাদার তাদের নিয়ে যান৷ আইআইএম শিলঙের নির্মাণকাজ করছিলেন তাঁরা৷ আচমকা কিছুদিন ধরে একদল স্থানীয় মানুষ তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলেন৷ ঠিকাদারকে এরা জানালেও বিষয়টিকে গুরুত্বই দিতে চাননি৷ কিন্তু বৃহস্পতিবার দল বেঁধে স্থানীয় মানুষ তাদের মারধর শুরু করেন৷ সমস্ত জিনিসপত্র তছনছ করে দেন৷ পরে রাতেই তারা বেরিয়ে পড়েন শিলং সংলগ্ন নির্মীয়মান ৷ গুয়াহাটিতে পৌঁছে তাঁরা সকলের সাহায্য সহযোগিতা চান৷ জানান, পরনের জিনিসগুলি ছাড়া কিছুই তারা নিয়ে আসতে পারেননি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker