Barak UpdatesHappeningsBreaking News
ট্রাঙ্ক রোডে গাড়ি থামিয়ে মারপিট, ধৃত ৫
ওয়েটুবরাক, ২৪ ফেব্রুয়ারি : বুধবার সন্ধ্যায় শিলচর শহরের ট্রাঙ্ক রোডে একদল দুষ্কৃতী রংপুরের বাসিন্দা, অবসরপ্রাপ্ত শিক্ষক রবিজুল আলমের গাড়িতে হামলা চালায়৷ তিনি তখন ট্রাঙ্ক রোড ধরে আত্মীয়বাড়ি থেকে রংপুরে নিজ বাসভবনে ফিরছিলেন৷ রবিজুলের অভিযোগ, একদল দুষ্কৃতী তার গাড়িতে ভাঙচুর চালায়৷ গাড়িতে তাঁর স্ত্রী, দুই পুত্রবধূ এবং দুই নাতনি সঙ্গে ছিলেন৷ দুষ্কৃতীরা কাউকেই রেহাই দেয়নি৷ সবাই শারীরিক ভাবে নিগৃহীত হন৷ এরা বৃদ্ধ রবিজুল আলমের দাঁড়ি ধরে টানাটানি করে বলেও অভিযোগ করেন৷
বৃহস্পতিবার পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷
এই হামলা চালানোর ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে বৃহস্পতিবার শিলচরের নাগরিকদের পক্ষ থেকে জেলাশাসককে স্মারকপত্র প্রদান করা হয়। জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক সাধন সরকারের হাতে তুলে দিয়ে তাঁরা বলেন, শিলচরে এধরনের ঘটনা দিন দিন বাড়ার পেছনে প্রশাসনের উদাসীনতা দায়ী। অতীতেও শহরে উগ্র-সাম্প্রদায়িক শক্তিগুলোর একের পর এক আক্রমণের শিকার হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ। কিন্তু পুলিশ প্রশাসন দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা না করায় এধরনের ঘটনা ঘটে চলেছে।
স্মারকপত্র প্রদান করে নাগরিকেরা দাবি জানান, দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদান করতে হবে। স্মারকপত্রে স্বাক্ষর করেন কাটিগড়ার বিধায়ক খলিল আহমেদ মজুমদার, বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সিহাব উদ্দিন আহমেদ, হিল্লোল ভট্টাচার্য, তমোজিৎ সাহা, আতাউর রহমান মাঝারভূঁইয়া, সাবির আহমেদ চৌধুরী, ইমাদ উদ্দিন বুলবুল, সাধন পুরকায়স্থ কিশোর ভট্টাচার্য, সামিনুল হক লস্কর, গৌর চন্দ্র দাস, পাভলব লস্কর, কৃষাণু ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও গতকালের ঘটনার আক্রমণের শিকার প্রাক্তন শিক্ষকের ঘরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ইমাদউদ্দিন বুলবুল, বিশ্বজিৎ দাস, সিহাব উদ্দিন আহমেদ, হিল্লোল ভট্টাচার্য ও সাবির আহমেদ চৌধুরী।