HappeningsBreaking News
ত্রিপুরায় গেল সমুজ্জল বাহিনীTeam Samujjal goes to Tripura
আসু-নেসোর নেতারা বলেন, এইভাবে গণতান্ত্রিক আন্দোলনের ওপর আক্রমণ করা অনুচিত। এইভাবে কাউকে দমানো যায় না।
মঙ্গলবার নাগরিকত্ব বিলের বিরুদ্ধে উত্তর-পূর্বাঞ্চল বনধে ত্রিপুরার একদল উপজাতি যুবক পথে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। লাঠিচার্জ, জলকামান চলে। দুই যুবক গুলিবিদ্ধও হন। তাদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শাসকজোটের শরিক হয়েও আইপিএফটি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। মন্ত্রী মেবারকুমার জমাতিয়া আহতদের সঙ্গে দেখা করে দোষী পুলিশদের চিহ্নিত করার দাবি জানান। রাজ্যের ছয়টি উপজাতি সংগঠনের জোট গুলি চালানোর প্রতিবাদে ১২ জানুয়ারি ত্রিপুরা বনধের ডাক দিয়েছে।
মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব জানিয়েছেন, একজন জেলাশাসককে দিয়ে এই ঘটনার তদন্ত করানো হবে। দ্রুত রিপোর্ট প্রকাশের নির্দেশ দেওয়া হবে। এ দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা ত্রিপুরায় আরও ২দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকবে বলে পুলিশ জানিয়েছে।