HappeningsBreaking News

ত্রিপুরার ব্রু শরণার্থী শিবিরে ১৫ জানুয়ারি থেকে ত্রাণ বন্ধ
Bru refugee camps in Tripura may not get relief supply from 15 January

১০ জানুয়ারি : ত্রিপুরায় থাকা ব্রু শরণার্থী শিবিরে আগামী ১৫ জানুয়ারি থেকে বিনামূল্যে রেশন সরবরাহ বন্ধ হচ্ছে। কাঞ্চনপুরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অভেদানন্দ বৈদ্য জানান, ব্রু শরণার্থী শিবিরগুলোতে রেশন সরবরাহ না করতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নির্দেশ এসেছে। আগামী ১৬ জানুয়ারি থেকে প্রশাসন শিবিরে রেশন সরবরাহ না করতে প্রস্তুতি নিয়েছে।

১৯৯৭ সাল থেকে মিজোরামে সংঘাতের জেরে ব্রু শরণার্থীরা পালিয়ে ত্রিপুরায় এসেছিল। তখন থেকেই উত্তর ত্রিপুরার ৬টি শরণার্থী শিবিরে রয়েছে তারা। গত বছর এই শরণার্থীদের মিজোরামে ফিরে যাওয়ার ব্যাপারে কেন্দ্র সরকার, ত্রিপুরা ও মিজোরাম সরকার এবং ব্রু জনগোষ্ঠীর প্রতিনিধি সংগঠন মিজোরাম ব্রু ডিসপ্লেসড পিপল ফোরামের মধ্যে এক চুক্তি হয়। এই যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ব্রু শরণার্থীরা ২৫ সেপ্টেম্বরের মধ্যে মিজোরামে ফিরে যাওয়ার কথা। গত বছরের নভেম্বরে মিজোরামে রাজ্য বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সরকার বলেছে, চূড়ান্ত সীমা পেরিয়ে যাওয়ার পর শিবিরে সব ধরনের সহায়তা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এ ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়া সফল হয়নি। প্রায় দু’দশক ধরেই এ ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত ছিল।

ত্রিপুরার পানিসাগর ও কাঞ্চনপুরের ৬টি শরণার্থী শিবিরে বর্তমানে ৩২ হাজার ব্রু শরণার্থী রয়েছেন। গত ২৫ আগস্ট থেকে কেন্দ্র এই শরণার্থীদের মিজোরামে ফিরিয়ে নেবার প্রক্রিয়া শুরু করে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই প্রত্যর্পণ প্রক্রিয়ায় মাত্র ১৫০ জন শরণার্থীই মিজোরামে ফিরে গেছেন। বাকি ৩২ হাজার শরণার্থী এখনও শিবিরে রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব এক চিঠিতে স্পষ্ট বলেছেন, শরণার্থীরা ২০১৯ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত রেশন পাবেন। স্থানীয় প্রশাসনও জানিয়ে দিয়েছে, এই চিঠির পর নতুন কোনও নির্দেশ আর আসেনি।

January 10: Bru refugees who have fled from Mizoram have been sheltered in six transit camps in Tripura. Over 32000 Bru refugees are now living in transit camps of Panisagar and Kanchanpur sub-divisions in North Tripura district. The Ministry of Home Affairs provide relief supplies in these refugee camps. Kanchanpur Sub-Divisional Magistrate Abhedananda Baidya said, “Cash dole and relief supplies will continue till January 15, if there are no new orders, supplies will be halted.”

The Centre had started the eighth phase of repatriation of Bru refugees from August 25, 2018 as per a four-corner agreement signed with refugee leaders. However, the repatriation package was rejected by most of the refugees, saying it was ‘insufficient’. The repatriation process which continued till September 25, 2018 saw only 150 refugees from 42 districts repatriated to Mizoram and 32000 remaining sheltered in transit camps of Tripura.

Joint Secretary of the Ministry of Home Affairs, Satyendra Garg had in his letter to Tripura last year clearly told them that they may continue to provide relief supplies to the refugees till January 15, 2019. Kanchanpur Sub-Divisional Magistrate Abhedananda Baidya referred to this letter of Garg and said that there is no fresh instruction then after 15 January, all relief supplies to thr Bru refugees will be halted.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker