Barak UpdatesHappeningsBreaking News

নন্দেশ্বর তালুকদারের পথেই সিপিএমের আসাম রাজ্য সম্পাদক পুত্র সুপ্রকাশ

ওয়েটুবরাক, ১৭ ফেব্রুয়ারি: ১৯৮২ থেকে ১৯৯৫  পর্যন্ত সিপিএমের আসাম রাজ্য কমিটির সম্পাদক ছিলেন নন্দেশ্বর তালুকদার৷ অখণ্ড সিপিআইরও সম্পাদক ছিলেন দীর্ঘদিন৷ আজ বৃহস্পতিবার তাঁরই দেখানো পথে সিপিএমের রাজ্য সম্পাদকের দায়িত্ব নিলেন তাঁর পুত্র সুপ্রকাশ তালুকদার৷  একসময় ছিলেন এসএফআই-র রাজ্য সম্পাদক, অনেকদিন ধরেই দলের সর্বক্ষণের কর্মী৷

বৃহস্পতিবার শিলচরে সিপিএমের তিনদিনের রাজ্য সম্মেলন সমাপ্ত হয়৷ এই সম্মেলনেই মোট ৫০ সদস্যের অসম রাজ্য কমিটি পুনর্গঠিত হয়৷ গঠিত হয় ১৪ জনের সম্পাদকমণ্ডলীও৷ সম্পাদকের দায়িত্ব নিয়েই সুপ্রকাশ জানান, অসমে বামশক্তির পুনরুত্থান অভিযান চালানোর সময় হয়েছে৷ শিলচরের সম্মেলন থেকেই এই কাজ শুরু হল৷ কারণ এখান থেকেই এক সময় অসমের বাম আন্দোলন দানা বেঁধেছিল৷

তাঁর কথায়, সাধারণ মানুষের মধ্যে সিপিএমের ভাবমূর্তি নিয়ে স্বচ্ছ ধারণা রয়েছে৷ তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বামেদেরই বড় শত্রু মনে করেন৷

এর পরও ভোটের রাজনীতিতে তাঁরা যে সফল হতে পারছেন না, তা স্বীকার করে নিয়ে সুপ্রকাশ বলেন, সিপিএমকে ভোট দিলে জিতবে কিনা, এই সংশয় থেকেই তাঁদের ভোট কমে যায়৷ তাই তাঁরাই জিতবেন, এমন বিশ্বাস তৈরি করতে হবে৷ এ ব্যাপারে আশাবাদী অসম বিধানসভার একমাত্র সিপিএম বিধায়ক মনোরঞ্জন তালুকদারও৷ একই সঙ্গে সমমনোভাবাপন্ন দলগুলির সাম্প্রদায়িকতা বিরোধী জোটকে শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তাঁরা৷

এ দিনের সাংবাদিক সম্মেলনে সুপ্রকাশ তালুকদার, মনোরঞ্জন তালুকদার ছাড়াও উপস্থিত ছিলেন দুলাল মিত্র, নির্মলকান্তি দে, অজিত দাস, তপন শর্মা, ইসফাকুর রহমান, নয়ন ভুইয়া প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker