Barak UpdatesHappeningsBreaking News

আমির খান বিদেশিই, হাইকোর্টে বহাল শিলচর আদালতের রায়

ওয়েটুবরাক, ১১ ফেব্রুয়ারি : গৌহাটি হাইকোর্ট  আমির খানকে বিদেশি বলেই রায় দিয়েছে৷ কাছাড় জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশকে খারিজ করে তাঁকে ভারতীয় নাগরিক বলে ঘোষণার জন্য হাইকোর্টে আপিল করেছিলেন আমির খান৷ হাইকোর্টের বিচারপতি রুমি কুমারী ফুকন সমস্ত নথি পরীক্ষা করে এবং উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তার আর্জি খারিজ করে দেন৷ তিনি তাঁর রায়ে বলেন, ৪৮২ ধারায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া বা রায়ে ত্রুটি, অসঙ্গতি ইত্যাদি দেখা গেলেই উচ্চ আদালত আবেদনকারীকে ন্যায়বিচার প্রদান করে৷ কিন্তু এই মামলায় সিজেএম এমএইচ আনসারি যথার্থ রায় দিয়েছেন৷ তদন্তের সময়ে বা মামলা চলাকালে কোনও পর্বেই আবেদনকারী ভারতীয় নাগরিকত্বের প্রমাণসূচক কোনও নথি পেশ করতে পারেননি৷ বরং বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে কাছাড় জেলায় অনুপ্রবেশের কথা স্বীকার করে নিয়েছে৷ তাই এখন ১৯৯১ সালের ১৯ নভেম্বর আগরতলার হাসপাতালে তার জন্ম হয়েছে বলে বার্থ সার্টিফিকেট বা সোনামুড়ার স্কুল সার্টিফিকেট দিলেও তা বিচার্য নয়৷ তাই তার আপিল হাইকোর্ট খারিজ করে দিয়ে পুরনো রায় বহাল রাখে৷

সিজেএম এমএইচ আনসারি ২০১৯ সালের ১০ জুলাই আমির খান সহ চারজনকে বিদেশি ঘোষণা করে দুই বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছিলেন৷ জরিমানা অনাদায়ে অতিরিক্ত দুই মাস জেলে কাটাতে হবে বলেও জানিয়ে দিয়েছিলেন৷ শাস্তির মেয়াদ ফুরনোর পর আমির সহ সবাইকে নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে কাছাড়ের জেলাশাসককে নির্দেশ দেন৷

প্রসঙ্গত, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শিলচরের রাঙ্গিরখাড়ি ফাঁড়ির পুলিশদল ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি সোনাবাড়িঘাটে হানা দেয়৷ মোট আটজনকে গ্রেফতার করে৷ কিন্তু চারজন ১৮-অনূর্ধ্ব হওয়ায় তাদের ঠাঁই হয় হোমে৷ পুলিশ তদন্তক্রমে আমির খান সহ চারজনের নামে চার্জশিট দেয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker