NE UpdatesHappeningsBreaking News
ওমিক্রনে দুশ্চিন্তা নেই, পয়লা ফেব্রুয়ারি থেকে কার্ফুর মেয়াদ কমবেRestrictions to be eased from 1 Feb: CM Assam
ওয়েটুবরাক, 23 জানুয়ারিঃ ওমিক্রনে চিন্তার তেমন কোনও কারণ নেই বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করোনার এই পর্যায়ে রোগীদের সাতদিনের আইসলেশনই যথেষ্ট হচ্ছে। অন্য কোনও রোগ সঙ্গে থাকলে তাদের হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে। তাও ভর্তির হার, মৃত্যু হার দুইই অত্যন্ত কম। তাই রাজ্য সরকার কার্ফুর মেয়াদ কমিয়ে আনার কথা ভাবছে।
মুখ্যমন্ত্রী আজ রবিবার গুয়াহাটিতে সাংবাদিকদের বলেন, এখন রাত দশটা থেকে কার্ফু চলে।সরকার ভেবেছে, পয়লা ফেব্রুয়ারি থেকে রাত এগারোটায় কার্ফু শুরু হবে। এ ছাড়া, স্কুল-কলেজ স্বাভাবিক করে দেওয়া হবে। তাঁর সরকার কোভিড সতর্কতার সঙ্গে মানুষের জীবন-জীবিকায়ও গুরুত্ব দিতে চায় বলে জানান হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর কথায়, করোনার নতুন কোনও পর্ব এলে দেখা যাবে, তখন নতুন করে সব ভাবা যাবে।