Barak UpdatesHappeningsBreaking News
ক্রায়োজেনিক ট্যাঙ্ক বসছে বরাকের তিন সিভিল হাসপাতালের শিশুবিভাগে
ওয়েটুবরাক, ২২ জানুয়ারি : স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের অঙ্গ হিসাবে বরাক উপত্যকার তিন সিভিল হাসপাতালের শিশুচিকিৎসা ওয়ার্ডের জন্য তিনটি ক্রায়োজেনিক ট্যাঙ্ক প্রতিস্থাপন করা হবে৷ শিলচরের সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল, হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতাল এবং করিমগঞ্জ সিভিল হাসপাতালে নতুন তিন ক্রায়োজেনিক ট্যাঙ্কের সঙ্গে তৈরি হবে মেডিক্যাল গ্যাস পাইপলাইন সিস্টেম৷ প্রতিটি প্রকল্পের জন্য মঞ্জুর হয়েছে আশি লক্ষ টাকা৷
এই ক্রায়োজেনিক ট্যাঙ্ক এবং গ্যাস পাইপলাইন নির্মিত হলে শিশুচিকিৎসা অনেকটাই আধুনিকতর রূপ লাভ করবে৷ শিশুরোগীদের উপকার মিলবে৷
ক্রায়োজেনিক ট্যাঙ্কে অতি নিম্ন তাপমাত্রায় বিভিন্ন মেডিক্যাল গ্যাস সুরক্ষিত রাখা হয়৷ এগুলি নির্মিত হলে অক্সিজেনের মত মেডিক্যাল গ্যাসের সিলিন্ডার নিয়ে ছোটাছুটি করতে হবে না৷ পাইপলাইনে গ্যাস চলে আসবে ওয়ার্ডের বেডে৷