NE UpdatesHappeningsBreaking News

কাজিরাঙায় বারাশিঙা কমেছে, বেড়েছে পাখি

ওয়েটুবরাক, ১৮ জানুয়ারি: কাজিরাঙায় বিপন্ন প্রজাতির বারাশিঙার সংখ্যা কমেছে। ২০১৬ সালে কাজিরাঙায় ১০৪৮টি এই প্রজাতির হরিণের দেখা মিলেছিল। ২০১৮ সালে তা কমে হয় ৯০৭। এ বছর সংখ্যাটি আরও কমে ৮৬৮ হয়েছে। তার মধ্যে পুরুষ ১৭৩টি, স্ত্রী হরিণ ৫৫৭টি ও বাচ্চা ১৩৮টি।

জলাভূমির পাখি ও বারাশিঙা গণনার ফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়। উদ্যান অধিকর্তা পি শিবকুমার জানান, ২০১৯ ও ২০২০ সালে কাজিরাঙায় ভয়াবহ বন্যা হওয়ার ফলেই হরিণের সংখ্যা কমেছে।

চতুর্থ জলচর পক্ষী গণনার কাজ হয়েছে ১৫৭টি জলাশয়ে। ১২৬টি প্রজাতির মোট ৬৬,৭৭৬টি পাখি নথিভুক্ত হয়েছে। এ গণনায় ২০২০-২১ সালের তুলনায় মূল কাজিরাঙা ও বিশ্বনাথ ডিভিশন মিলিয়ে পাখির সংখ্যা ২১,৫৮৬ থেকে বেড়ে ৪২,২০৫ হলেও লাওখোয়া-বুড়াচাপরিতে মেলা পাখি ৭১,৯৫৭ থেকে কমে ২৪,৫৭১ হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker