Barak UpdatesHappeningsBreaking News

জরুরি আইনে বন্দিদের মর্যাদা, ক্ষতিপূরণ দাবি

ওয়েটুবরাক, ২১ ডিসেম্বর : জরুরি আইন জারি করে ১৯৭৫-৭৭ সালে যাদের গ্রেফতার করে রাখা হয়েছিল, তাঁদের ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে লোক সংঘর্ষ সমিতি৷ তাঁদের বক্তব্য, গণতন্ত্র রক্ষার জন্য তাঁরা সে সময় যে সংগ্রাম করেছেন, তা স্বাধীনতা আন্দোলনের চেয়ে কম নয়৷ দীর্ঘদিন জেলে বন্দি থাকার দরুন তাঁদের জীবনের মূল্যবান সময় নষ্ট হয়েছে৷ অনেকে জেল থেকে বেরিয়ে দেখেন, চাকরির বয়স পেরিয়ে গিয়েছে, অনেকের ব্যবসায়ে লালবাতি জ্বলেছে৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চিঠি পাঠিয়ে তাঁরা বলেন, এলাহাবাদ হাই কোর্ট তাঁদের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল৷ পরে পঞ্জাব এবং রাজস্থান হাই কোর্টও বিভিন্ন সময় ওই রায়ের উল্লেখ করে৷

তাঁদের দাবি, অসমেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের স্বাধীনতা সংগ্রামীর মতো সম্মান দিতে হবে৷ বিমান, রেল, বাস সবকিছুতে বিনা ভাড়ায় চলাচল, বিনা মাশুলে স্বাস্থ্য পরিষেবা, পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরি বা অন্য কোনও ভাবে স্বনির্ভর করতে হবে৷ মুখ্যমন্ত্রীকে তাঁরা জানান, হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীকেও সে সময় গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল‌৷ এ ছাড়া মিসা-য় বন্দি অনেকে তখন তাঁদের সম্পত্তি খুইয়েছেন৷ আজও পরিবারগুলিতে এর প্রভাব রয়েছে৷

লোক সংঘর্ষ সমিতির কাছাড় জেলা কমিটির সভাপতি কনককুমার নাথ জানান, অসম সহ উত্তর-পূর্বে ৫৫০ জন জরুরি আইনের বন্দি রয়েছেন৷ তাঁদের রাষ্ট্রীয় সম্মান জানাতে হবে৷ মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের শেষকৃত্য সম্পন্ন করতে হবে৷ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা প্রভৃতি রাজ্যে এমনটাই চালু রয়েছে বলে জানান তিনি৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker