Barak UpdatesHappeningsBreaking News

শিক্ষক নেই, অধ্যক্ষার দুর্ব্যবহার, হুড়মুড়িয়ে জেলাশাসকের অফিসে ঢুকে পড়ল গভ.গার্লসের ছাত্রীরা

ওয়েটুবরাক, ৬ ডিসেম্বর : শিলচর সরকারি বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নেই বললেই চলে৷ কলা বিভাগে দশটি বিষয়ের মধ্যে নয়টিতেই কোনও শিক্ষক নেই৷ দুইজন অস্থায়ী শিক্ষককে দিয়ে চালানো হচ্ছে পুরো উচ্চ মাধ্যমিক পর্ব৷ ফলে ছাত্রীদের বিভিন্ন বিষয়ে ক্লাশই হয় না৷ প্রতিবাদে বেশ কয়েকবার তাঁরা অধ্যক্ষা সোমা শ্যামের সঙ্গে দেখা করে, স্মারকলিপি দেয়৷ গত সপ্তাহে অধ্যক্ষার সঙ্গে সাক্ষাৎ করে তারা তাদের দাবি-দাওয়ার ব্যাপারে জানতে গিয়েছিল৷ তাদের অভিযোগ, অধ্যক্ষা অত্যন্ত দুর্ব্যবহার করেছেন|| ঠেলাওয়ালা, রিকশাওয়ালার মেয়ে বলে গালি পাড়েন৷  অভিভাবকদের এ ভাবে গালিগালাজ করায় ছাত্রীরা বেজায় চটেছে৷ এরা অধ্যক্ষা শ্যামের বদলি দাবি করেন৷

সোমবার দুপুরে আচমকা ৫০-৬০ জন ছুটে যান জেলাশাসকের কার্যালয়ে৷ একেবারে সিড়ির মুখে দাঁড়িয়ে স্লোগান তোলেন, বদলি চাই, বদলি চাই৷ ম্যাজিস্ট্রেট হিমাশ্রী  ডেকা তাদের সঙ্গে কথা বলেন, দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলবেন বলে তাদের আশ্বস্ত করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker