NE UpdatesHappeningsAnalyticsBreaking News
ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে মুখ্যমন্ত্রী পর্যায়ে আলোচনা, শীঘ্রই জারি হবে নয়া এসওপিOmicron variant: Discussion held in Assam Cabinet; new SOP to be issued soon
৩ ডিসেম্বর ঃ দেশে ইতিমধ্যেই ধরা পড়েছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট। এর মধ্যেই কর্নাটকে দুজনের দেহে ধরা পড়েছে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ। এ নিয়ে সতর্ক হয়ে পড়েছে কেন্দ্র সরকার। বাতিল করা হয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠক। এই বৈঠকেও ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।
\বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত জানান, সংক্রমণ থেকে রাজ্যবাসীকে সুরক্ষিত রাখার জন্য শীঘ্রই এসওপি জারি করা হবে। তিনি আরও বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে মুখ্যমন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে। পুনে ও কলকাতার ল্যাবরেটরিতে এর পরীক্ষা করা হয়। তবে এই ভাইরাসটি দ্রুতগতিতে সংক্রমিত হলেও ক্ষতি কম করবে। একই ভ্যাকসিন এই ভাইরাসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বাইরের দেশ থেকে কেউ এলে বিশেষ নীতি নির্দেশিকা থাকবে। তবে এ সংক্রান্ত রাজ্যের নীতি নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে এ দিন স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন।