Barak UpdatesHappeningsBreaking News
অসমের কৃষকদের কাছ থেকে এ বার চারগুণ ধান কিনবে এফসিআই, ঘোষণা চৌবের
ওয়েটুবরাক, ১৮ নভেম্বর: চলতি বছর অসমের কৃষকদের কাছ থেকে ১০ লক্ষ টন ধান কিনবে এফসিআই৷ আজ বৃহস্পতিবার শিলচর বঙ্গভবনে এফসিআই-র এক অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় গণবন্টন এবং বন ও পরিবেশ মন্ত্রী অশ্বিনীকুমার চৌবে৷ গত বছর অসম থেকে ২ লক্ষ ৪১ হাজার টন ধান কিনেছিল এফসিআই৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উচ্চ প্রশংসা করে চৌবে শোনান, তা বাড়িয়ে ১০ লক্ষ টন করার দাবি জানিয়েছিলেন শর্মা৷ তাঁর দাবি মেনেই রাজ্য জুড়ে ১০০টি সেন্টার তৈরি করে ওই ধান কিনে নেওয়া হবে৷ ডিরেক্ট ট্রান্সফার পেমেন্ট-এর দরুন কৃষকরা লাভবান হবেন৷ তাতে আত্মনির্ভর আসাম গঠন ত্বরান্বিত হবে৷
এফসিআইর ডিভিশনাল ম্যানেজার লালচুঙ সিয়েম জানান, কাছাড় জেলা থেকে ২০ হাজার এবং করিমগঞ্জ থেকে ১০ হাজার টন ধান কেনা হবে। শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় কাছাড়ে একটি ২০ হাজার টন ধান মজুত রাখার গুদাম তৈরির জন্য কেন্দ্রীয় গণবণ্টন প্রতিমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করেন৷ চৌবে আশ্বস্ত করেন, তিনি এ নিয়ে গণবন্টন মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলবেন৷ রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যও অনুষ্ঠানে বক্তব্য রাখেন৷