Barak UpdatesHappeningsBreaking News
ময়না তদন্তের পর সুমিত্রা পালের অন্ত্যেষ্টি সম্পন্ন, উভয় পক্ষের এজাহার
ওয়েটুবরাক, ৫ নভেম্বরঃ নাইটিঙ্গেল হাসপাতালে মৃত আট মাসের অন্তঃসত্ত্বা সুমিত্রা পালের দেহের ময়না তদন্তের পর শুক্রবার দুপুরে অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শ্যামানন্দ আশ্রম রোডের বাড়়িতে নেওয়া হলে তাঁর মৃতদেহ দেখেই একই সঙ্গে শোক ও ক্ষোভ পরিলক্ষিত হয়। নাইটিঙ্গেল কর্তৃপক্ষ ও ডা. অরুণ পালচৌধুরীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। মৃতার পরিবার থেকে তাঁদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরেই পুলিশ ডা. পালচৌধুরীকে থানায় নিয়ে যায়। রাতে বাড়িতে যেতে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে তাঁর কোনও অপরাধ খুঁজে পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে নাইটিঙ্গেল হাসপাতালের ম্যানেজার জওহর দত্ত আইসিইউ-তে ভাঙচুরের অভিযোগ এনে সুমিত্রা পালের স্বামী ইন্দ্রজিত পালের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। তিনি বলেন, তাতে তাদের অন্তত ২০ লক্ষ টাকা লোকসান হয়েছে। উভয় ক্ষেত্রে পুলিশের বক্তব্য, তদন্ত চলছে ।