Barak UpdatesHappeningsBreaking News
সোমবার শিলচরে ‘পেডাল ফর গ্রিন’
ওয়েটুবরাক, ৫ নভেম্বর : আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর তিনদিনের নর্থইস্ট গ্রিন সামিট হতে চলেছে৷ ভিবজিওর এনই ফাউন্ডেশন ও শিলচর ডনবস্কো আয়োজিত এই আলোচনা চক্র হবে শিলচর এনআইটিতে৷ একে সামনে রেখে আগামী সোমবার হতে চলেছে পেডাল ফর গ্রি9ন নামের সাইকেল ম্যারাথন৷ আগ্রহীদের নিজের সাইকেল নিয়ে সকাল সাড়ে ছয়টায় ডনবস্কোর শংকরবস্তি কমপ্লেক্সে গিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে৷ সাইক্লোথন শুরু হবে সকাল আটটায়৷ শুরুতে তাঁদের একটি করে টি শার্ট দেওয়া হবে৷ পরে মিলবে শংসাপত্র৷
ডনবস্কোর শংকরবস্তি কমপ্লেক্স থেকে সাইক্লোথন শুরু হয়ে চিরুকান্দি পয়েন্টে এসে ন্যাশনাল হাইওয়ে হয়ে হাসপাতাল রোড, প্রেমতলা, শিলংপট্টি, মধ্যশহর পেরিয়ে জেলাশাসকের বাংলোর সামনে দিয়ে ইন্ডিয়া ক্লাব, তারাপুর ইঅ্যান্ডডি কলোনি, আইএসবিটি হয়ে ফের শংকরবস্তিতে গিয়ে সমাপ্ত হবে৷
তবে এই দীর্ঘপথে পাঁচটি পয়েন্ট বানাচ্ছেন আয়োজকরা৷ সেখানে সাইক্লিস্টদের জন্য স্বাস্থ্যকর পানীয় এবং জল রাখা হবে৷ প্রতিটি পয়েন্টের দায়িত্ব এনজিওদের ভাগ করে দেওয়া হয়েছে৷ চিরুকান্দি পয়েন্টে থাকবে মেডিফাই এন্টারটেনমেন্ট, হাসপাতাল রোডে লায়নস ইন্টারন্যাশনাল, মধ্যশহরে সেন্ট্রাল জুনিয়র কলেজ, তারাপুরে হিরো লেকট্রা এবং ইঅ্যান্ডডি কলোনিতে মারোয়ারি যুব মঞ্চ ও রবিনহুড আর্মি৷