Barak UpdatesIndia & World UpdatesBreaking News

মেধাবী ছাত্রের স্মৃতিতে বাগান করছে শিলচর এনআইটি, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ওয়েটুবরাক, ১২ অক্টোবর : বৃক্ষরোপণ করে শিলচর এনআইটিতে শুভঙ্কর স্মারক-বাগের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ একই সঙ্গে তিনি ‘বকুলবীথি’ নামে একটি রিং-রোডেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷

সারা শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল শিলচর এনআইটি-র পঞ্চম সেমিস্টারের ছাত্র শুভঙ্কর পণ্ডিতের। করোনার জন্য লকডাউন চলছিল বলে শুভঙ্কর তখন আগ্রার বাড়িতেই ছিলেন। আচমকা শারীরিক যন্ত্রণা বেড়ে যায়৷ ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে তাঁর পুরো সুস্থ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন। সারা জীবন এই অসহ্য যন্ত্রণা বইতে হবে! এই ভাবতে ভাবতে গত বছরের ২৩ সেপ্টেম্বর বাড়িতেই আত্মহত্যা করলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্র শুভঙ্কর।

সে থেকে রাজেশ পণ্ডিত ও অর্চনা পণ্ডিত পুত্রের স্মৃতিতে এনআইটিতে কিছু করতে চাইছিলেন। ডিরেক্টর শিবাজি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় স্মারক তৈরির সিদ্ধান্ত হয়৷ আজ মঙ্গলবার ওই স্মারক-বাগের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা ঘোষণা করেন, শুভঙ্করের নামে তাঁরা একটি বার্ষিক মেধা-পুরস্কারও দেবেন। সে জন্য যে অর্থরাশির প্রয়োজন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তা পাঠানোর ব্যবস্থা করবেন।

‘বকুলবীথি’ প্রসঙ্গে ডিরেক্টর শিবাজি বন্দ্যোপাধ্যায় জানান, আশেপাশের গ্রামের মানুষ এনআইটি-র ওপর দিয়ে চলাচল করেন৷ তাতে উভয় পক্ষেরই সমস্যা হচ্ছিল৷ তাই তাদের জন্য এনআইটির ভেতর দিয়ে পাচিল ঘেষা ২ কিলোমিটার ৪০০ মিটার দীর্ঘ একটি রিং রোড নির্মাণ করা হয়৷ আজ মুখ্যমন্ত্রীর হাতে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়৷

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর গতমাসের বরাক সফরেই ঘোষণা করেছিলেন, মহাসপ্তমীর দিন শিলচরে থাকবেন। এখানকার পূজা দেখবেন। গতবারও তিনি পূজার একদিন এখানে কাটিয়েছিলেন। তখন অবশ্য তিনি মুখ্যমন্ত্রী হননি, ছিলেন স্বাস্থ্য, অর্থ, পূর্ত ও শিক্ষামন্ত্রী। অসমের কোনও মুখ্যমন্ত্রীর এই প্রথম পুজোতে বরাকে আসা। তিনি আজ দুপুরে শিলচর রামকৃষ্ণ মন্দির সেবাশ্রমে গিয়েও পুজো দেখেন, প্রসাদ নেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker