Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
‘দলত্যাগী’ বলে সুস্মিতাকে রাজদীপের কটাক্ষ
ওয়েটুবরাক, ৮ অক্টোবর : সুস্মিতা দেবকে দলত্যাগী বলে কটাক্ষ করলেন রাজদীপ রায়৷ আক্রমণ করেন নানা দিক থেকে। তৃণমূলের সাংসদ বলেছিলেন, সংসদে বিভিন্ন ইস্যুতে কীভাবে কথা বলতে হয়, এ বার তা শিলচরের সাংসদকে শেখাবেন। মুখ্যমন্ত্রী বা অন্য কোনও নেতা-মন্ত্রী শিলচরে এলেই রাজদীপ রায়কে দেখা যায়। তাঁদের স্বাগত জানাতে তিনি বিমানবন্দরে যান আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷
শিলচরের বিজেপি সাংসদ রাজদীপ রায় তাঁর কোনও মন্তব্যে প্রতিক্রিয়া প্রকাশ করেননি। শুক্রবারও সুস্মিতার মন্তব্য প্রসঙ্গে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রথমে গুরুত্ব দিতে চাননি। পরে বললেন, “দলত্যাগী ওই নেত্রীর কথায় কী আর বলবো। বাবা-ঠাকুরদার দল ছেড়ে চলে গেলেন অন্য দলে।”
রাজদীপ বলতে থাকেন, “কোনও দলত্যাগীর শংসাপত্র চাই না আমার। আমাকে তা দেওয়ার জন্য বুথ কমিটি থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত অনেকে রয়েছেন।” বিমানবন্দর থেকে নেতা-মন্ত্রীদের আনা-নেওয়া প্রসঙ্গে তাঁর মন্তব্য, “এ দলীয় কার্যকলাপেরই অঙ্গ।”
দুইজনের প্রথম আড়াই বছরের কাজের তুলনা টানতে রাজদীপ সুস্মিতার উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। পাল্টা প্রশ্ন করেন, এলাকার সমস্যা নিয়ে সুস্মিতা কতবার লোকসভায় কথা বলেছিলেন? সংসদের কাজকর্ম বিঘ্নিত করার জন্য হইহল্লা করলেই একজন সাংসদের দায়িত্ব ফুরিয়ে যায় না বলেও কটাক্ষ করেন তিনি। নিজের কার্যকলাপের বিবরণে জানান, গত আড়াই বছরে রাষ্ট্রপতি তিনবার সংসদে বক্তৃতা করেছেন। দুইবার তিনি তাঁর ভাষণের ওপর ধন্যবাদ সূচক বক্তব্য রেখেছেন। প্রায় প্রতিটি বিলে তিনি তাঁর যুক্তি দেখানোর সুযোগ পেয়েছেন৷ বিজেপি সাংসদের দাবি, প্রতিটি অধিবেশনকে তিনি কাজে লাগিয়েছেন।