NE UpdatesAnalyticsBreaking News

এক ঘণ্টা পিছিয়ে রাত ১০টা থেকে কার্ফু, খুলছে সিনেমা হলও
New SOP: Shops to remain open till 9 PM, Covid curfew from 10 PM w.e.f. 2 Oct

১ অক্টোবর ঃ রাজ্যে কোভিড পরিস্থিতির আরও উন্নতি হওয়ায় অক্টোবরের প্রথম দিন থেকেই রাজ্য সরকার নতুন নীতি নির্দেশিকা জারি করেছে। সারা রাজ্যে নৈশ আইন আরও শিথিল করা হয়েছে। এ বার সান্ধ্য আইন আরও এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে রাত ১০টায় নৈশ কার্ফু জারি হবে। এটি বহাল থাকবে পরদিন ভোর ৫টা পর্যন্ত।

নতুন এসওপি অনুসারে রাত ৯টা পর্যন্ত কর্মক্ষেত্র, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি খোলা রাখা যাবে। এর আওতায় হোটেল, রেস্তোরাঁ, ধাবা, শোরুম, মুদির দোকান, শাক-সবজি ও ফলমূলের দোকান ইত্যাদি খোলা রাখা যাবে। আগের নির্দেশ অনুসারে তা রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। প্রকাশ্য স্থানে অনুষ্ঠিত সভা-সমিতি ও সামাজিক অনুষ্ঠানে কোভিড টিকার দুটি ডোজ নেওয়া ব্যক্তি সর্বোচ্চ ৫০ জন অংশ নিতে পারবেন। তবে জেলাশাসকের কাছ থেকে অনুমতি নিয়ে কোনও বিয়ের অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করা হলে সর্বোচ্চ ২০০ জন যোগ দিতে পারবেন। অবশ্য সব অংশ গ্রহণকারীকে কোভিডের দুটি ডোজ নিতে হবে।

রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতি ঘণ্টায় দুটি ডোজ নেওয়া সর্বাধিক ৬০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। নয়া নির্দেশ অনুসারে সিনেমা হল খোলার অনুমতিও দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে কোভিড প্রটোকল কঠোরভাবে মেনে চলতে হবে। এ ক্ষেত্রে ৫০ শতাংশ আসন নিয়ে সিনেমা হল খোলার অনুমতি প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker