Barak UpdatesHappeningsBreaking News
দুইদিনের কর্মশালা করছে শিলচরের পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্র
ওয়েটুবরাক, ৩০ সেপ্টেম্বর : দুর্গাপূজা উপলক্ষে শিলচরের পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্র দুই দিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালা চলবে আগামী ২ ও ৩ অক্টোবর। প্রথম দিন স্থানীয় সঙ্গীত বিদ্যালয়ে ( কাছাড় কলেজের পাশে) ও দ্বিতীয় দিন মালুগ্রাম ভৈরববাড়িতে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। দুইদিনই শুরু হবে সকাল ১১ টায়।
২ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাছাড় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. সুখময় ভট্টাচার্য ও লক্ষীকান্ত ভট্টাচার্য। পরদিনের কর্মশালার সূচনা হবে রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজের বক্তব্যের মধ্য দিয়ে।
অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিরা ৯৪৩৫৩৭২২৬৩, ৭০০২৯০৮০৬০, ৭০০২৩১০১২২ বা ৮৬৩৮৫৫৪৫২০ নম্বরে যোগাযোগ করতে পারেন বলে প্রধান আচার্য কিশোর ভট্টাচার্য জানিয়েছেন৷ তিনি বলেন, দুর্গাপূজার বিভিন্ন বিধি অনুযায়ী পূজাপদ্ধতি এবং সরকারি নিয়ম মেনে বর্তমান কোভিড পরিস্থিতিতে কীভাবে পূজায় অগ্রসর হতে হবে, কর্মশালায় এ নিয়েও আলোচনা হবে।