India & World UpdatesHappeningsBreaking News

পাঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ ছাড়লেন সিধু
Sidhu resigns as chief of Punjab Congress

২৮ অক্টোবর : পাঞ্জাব কংগ্রেসের রাজনৈতিক অস্থিরতা এখনও শেষ হয়নি। এ বার পাঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন নবজ্যোত সিং সিধু। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে লেখা পদত্যাগপত্রে সিধু বলেছেন, আপসকামী মনোভাবের জন্য একজন ব্যক্তির পতন আরম্ভ হয়। আমি কখনই পাঞ্জাবের ভবিষ্যৎ ও পাঞ্জাবের কল্যাণের সঙ্গে আপস করতে পারব না। সেজন্য আমি পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি।

সিধু অবশ্য বলেন, তিনি কংগ্রেস দলের সদস্য হিসেবে তাঁর সেবামূলক কাজকর্ম অব্যাহত রাখবেন। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি থাকার সময় পাঞ্জাব কংগ্রেসের এই রাজনৈতিক অস্থিরতা দলকে স্বাভাবিকভাবেই সমস্যায় ফেলেছে।

এদিকে, এ খবরের প্রতিক্রিয়া ব্যক্ত করেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। টুইটারে তিনি বলেন, সিধু একজন স্থির ব্যক্তি নন। তিনি সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের জন্যও মোটেই উপযুক্ত নন। উল্লেখ্য, দলীয় সংঘাতের জেরে ক্যাপ্টেন অমরিন্দর সিং গত ১৮ সেপ্টেম্বর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন। দলের সভাপতি নবজ্যোত সিং সিধুর সঙ্গে তাঁর মতানৈক্যের বিষয়টি প্রকাশ্যে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker