NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
শিলচরে গ্রেফতার ৫ জমি-দালাল
ওয়েটুবরাক, ২১ সেপ্টেম্বরঃ গত সপ্তাহেই জমির দালালদের বিরুদ্ধে কড়া সতর্কতা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সমস্ত সেটেলমেন্ট অফিসার এবং এ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসকদের গুয়াহাটিতে ডেকে বলে দিয়েছিলেন, অফিসগুলিকে দালালমুক্ত করতে হবে। জমি কেনাবেচায় দালালরাজ চলবে না। এর পরও অবস্থার পরিবর্তন না হওয়ায় ময়দানে নামালেন পুলিশদের। গতকাল সোমবার রাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে ৪৫৩ জন দালালকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে শিলচরেরও ৫জন। তাঁরা হলেন সঞ্জু নাহাটা, অসীম দাস, নিশিকান্ত সরকার, অশোক সরকার ও নুরুল হক। সঞ্জু নাহাটা শিলচরের প্রতিষ্ঠিত বস্ত্রবিপণী নাহাটা টেক্সটাইলসের ডিরেক্টর। অসীম দাস শিলচর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সদ্যপ্রাক্তন কমিশনার। নিশিকান্ত সরকার কংগ্রেস নেতা।
বিষয়টি আজ শিলচর জুড়ে চর্চার বিষয়। বিশেষ করে, সঞ্জু নাহাটার জমির দালালির সঙ্গে জড়িত থাকার ব্যাপার অনেককে বিস্মিত করে তোলে।
ও দিকে, আলগাপুর থেকেও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন এক নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিও। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী অবশ্য তাঁদের নির্দোষ বলে দাবি করেন। তিনি বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা মেটাতে কেউ হয়তো তাদের নাম বলে দিয়েছে। কিন্তু ৫ জনের কেউ জমির দালালির সঙ্গে জড়িত নয়। পুলিশ এখনই এ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু ৪৫৩ নয়, শীঘ্র আরও অনেকে জালে ধরা পড়বেন। তিনি বলেন, কোথাও কোনও দালালরাজ মেনে নেওয়া হবে না। একে একে সবাইকে ধরে গারদে পোরা হবে।