Barak UpdatesHappeningsBreaking News
সংখ্যালঘু সাত জেলায় টেট পরীক্ষা কেন্দ্র নেই, ক্ষুব্ধ ডিওয়াইএফআই-এসএফআই
ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বরঃ ২৮ অক্টোবর অনুষ্ঠেয় টেট পরীক্ষার জন্য আসামের বিভিন্ন জেলায় পরীক্ষাগ্রহণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছে করিমগঞ্জ-হাইলাকান্দি সব সংখ্যালঘু অধ্যুষিত সাত জেলা। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন। তাদের বক্তব্য, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থায় জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারের এমন সাম্প্রদায়িক আচরণ করা উচিত নয়।
ডিওয়াইএফআই-র জেলা সভাপতি পাভলভ লস্কর, সম্পাদক দেবজিত গুপ্ত, এসএইআই-র বিরাজ পাল, সাহারুল ইসলামরা বলেন, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। সীমান্ত সমস্যা মেটাতে পারেনি। ফলস্বরূপ আসামের জওয়ানরা শহিদ হয়েছেন। রাজ্যের দুটি কাগজ কল বন্ধ হয়ে গেল। বেকারত্ব-দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ নাজেহাল। এই সমস্যাগুলি থেকে জনগণের দৃষ্টি ফেরাতে সব সময় বিজেপি সরকার সাম্প্রদায়িকতাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। গো-সুরক্ষা বিল, মাদ্রাসা বন্ধ করা, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় উচ্ছেদ অভিযান এবং টেট পরীক্ষা কেন্দ্র নিয়ে সাম্প্রদায়িক এবং বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছে সরকার।
ডিওয়াইএফআই এবং এসএফআই কাছাড় জেলা কমিটি জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে রাজ্যবাসীর স্বার্থে কাজ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে, বাদ পড়া সাতটি জেলায় টেট পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানায়।