NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ডা. লক্ষণ দাস সুস্থ
Dr Lakhan Das is fit & fine

ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বরঃ করোনা কাটিয়ে ডা. লক্ষণ দাস এখন সুস্থ। তিনি কল্যাণী তথা সুন্দরীমোহন সেবাভবনে রয়েছেন। হাঁটাচলা-কথাবার্তা কবে থেকেই স্বাভাবিক। সামান্য দুর্বলতা রয়েছে। তাই তিনি দর্শনার্থীদের সঙ্গে দেখা করছেন না। হাসপাতালেও রোগী দেখা শুরু করছেন না। তবে নিয়মিত হাসপাতালের কাজকর্ম সম্পর্কে তদারকি করছেন।
হাসপাতাল সূ্ত্রে জানানো হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে তিনি আবারও রোগী দেখা শুরু করবেন। তবে ঠিক কবে থেকে দেখবেন, সে সিদ্ধান্ত চূড়ান্ত হলে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।