Barak UpdatesHappeningsBreaking News

শুক্রবার কাছাড়ে মেগা ভ্যাকসিন, লক্ষ্যমাত্রা ৫০ হাজার
Mega vaccination drive in Cachar on 17 Sept

ওয়েটুবরাক, ১৬ সেপ্টেম্বর: কাছাড় জেলায় শুক্রবার মেগা ভ্যাকসিন কার্যসূচিতে ৫০ হাজার নাগরিককে কোভিডের টিকাকরণ করা হবে। এ উদ্দেশ্যে জেলা জুড়ে শুক্রবার ৩৭৩টি টিকাকেন্দ্রে টিকা দেওয়া হবে। মূলত গত জুন মাসের ২১, ২২ এবং ২৩ তারিখে যারা কোভিশিল্ড নিয়েছিলেন, তাদেরকে শুক্রবারের এই মেগা টিকাকরণে কোভিশিল্ড দেওয়া হবে। পাশাপাশি প্রথম ডোজও দেওয়া হবে।

জেলার এই মেগা ইভেন্ট পরিচালনার জন্য প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন। শুক্রবারের এই মেগা ভ্যাক্সিনেশন প্রত্যক্ষ করতে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি আজিজ আহমেদ শিলচর এসে পৌঁছেছেন। তিনি আজ উধারবন্দ সহ জেলার কয়েকটি স্থানের টিকাকেন্দ্র পরিদর্শন করেন৷ পরে প্রস্তুতি খতিয়ে দেখতে শিলচরে প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। উল্লেখ্য জেলায় কোভিড মোকাবিলায় জেলায় চালু থাকা ওয়ার রুম নামক কন্ট্রোলরুমটির নাম্বার হল 03842 245 717, 939 461 5256, 9394 61 5252, 9394 615 401 এবং 9394 339 406 । এদিকে শিলচর শহরের ১৪টি কেন্দ্রের শুক্রবারের ভ্যাকসিনের সূচি স্বাস্থ্য বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

শহরের ১৪টি কেন্দ্রে শুক্রবার অন-স্পট রেজিস্ট্রেশনে প্রত্যেকটিতে কোভিশিল্ড প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে ।
এই কেন্দ্রগুলো হলো শিলচরের নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলে কোভিশিল্ড প্রথম ডোজ টিকা ২০০ টি ও দ্বিতীয় ডোজ টিকা ৪০০টি  মোট ৬০০টি দেওয়া হবে । অনুরূপভাবে শিলচরের অম্বিকাপট্টি দুর্গাশংকর পাঠশালায় কোভিশিল্ড প্রথম ডোজ টিকা ৩০০টি ও দ্বিতীয় ডোজ টিকা ৬০০ টি করে মোট ৯০০টি দেওয়া হবে ।

কোভিশিল্ড প্রথম ডোজ টিকা ২০০টি ও দ্বিতীয় ডোজ টিকা ৪০০টি করে মোট ৬০০ টি করে.যে সকল স্থানে দেওয়া হবে সেগুলো হচ্ছে– লিংক রোড টি টি কলেজে,রংপুর বিসি রায় মেমোরিয়াল স্কুল, মালুগ্রামের কাছাড় হাইস্কুল, অভয়iচরণ পাঠশালা, বুনিয়াদি পাঠশালা কনকপুর, তারাপুর সূর্যকুমার স্কুল, মালিনীবিল শিশু মন্দির স্কুল, শিলচর কালিবাড়িচর সঞ্জয়গান্ধী এলপি স্কুল, রংপুর রাসবিহারী এলপি স্কুল, শিলচর সিভিল হাসপাতাল, মালুগ্রামের রাধারমণ স্কুল এবং সোনাই রোড শরৎপল্লী সর্বোদয় এলপি স্কুলে এই কোভিশিল্ড প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে । এদিকে কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লি শুক্রবারের মেগা ভ্যাকসিনেশনে কোভিডের টিকা গ্রহণ করতে জেলাবাসীর প্রতি আবেদন জানিয়েছেন।

Sept. 16: In a mega vaccination program in the Cachar district on Friday, 50,000 people will be vaccinated against Covid. This is formally informed in a meeting held at the conference hall of the Office of The Deputy Commissioner Cachar here on Thursday. For this purpose, vaccinations will be administered in 272 vaccination centers across the district on Friday. Originally, those who took Covishield on June 21, 22 and 23 will be administered Covishield for this in mega vaccination drive on Friday.

However, in addition to that the first dose will also be given on Friday. It is pertinent to mention that Cachar District Administration has completed its preparations for conducting this mega event in the district. Principal Secretary, Development & Transformation, Ariz Ahmed IAS Silchar arrived on Friday to witness the mega vaccination. He visited vaccination centers in several places in the district, including Udharbond.

He held a meeting with the officials of Cachar District Administration in Silchar to check the preparations. It’s worth mentioning that the control rooms in the districtcan be reached at 03842245717, 939461 5256, 9394615252, 9394615401 and 9394339406.

Meanwhile, the Health Department has informed the schedule of vaccines in 14 centers of Silchar city on Friday.
The first and second doses of Covishield will be given to each of the 14 centers in the city on Friday at the on-spot registration. These centers are Nazirpatti Model Primary School in Silchar, Covishield will be administered as 200 first dose vaccines and 400 second dose vaccines for a total of 600.

Similarly, at Ambikapatti Durgasankar Pathshala in Silchar, Covishield will be administered as 300 doses of first dose vaccine and 600 doses of second dose for a total of 900 doses. The first dose of Covishield vaccine is 200 and the second dose is 400, for a total of 600 vaccines will be administered in Link Road T.T College, Rongpur B.C Roy Memorial School, Cachar High School, Malugram, Abhaya Charan Patshala, Buniyadi Patshala, Kanakpur, Tarapur Suryakumari School, Malinibil Shishu Mandir School, Sanjay Gandhi L.P School,Kalibari Char, Rangpur Rasbihari LP School, Radharman School, Malugram, Silchar Civil Hospital and Sonai Road Saratpalli Sarboday LP School.

Meanwhile, Cachar Deputy Commissioner Keerthi Jalli has appealed to the people of the district to get vaccinated against measles during the mega vaccination on Friday.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker