Barak UpdatesHappeningsBreaking News
A teacher par-excellence, Jahar Kanti Sen ex-HOD English of GC College passes awayজহরকান্তি সেন প্রয়াত
ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বর : ইংরেজি সাহিত্যের অধ্যাপক জহরকান্তি সেন আর নেই৷ আজ মঙ্গলবার সকাল আটটায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা উপসর্গে শয্যাশায়ী ছিলেন৷ বয়স হয়েছিল ৭৭ বছর৷ রেখে গিয়েছেন স্ত্রী, একমাত্র কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্রছাত্রীদের৷
শিলচর গুরুচরণ কলেজে ইংরেজি বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি৷ ২০০৪ সালে চাকরি থেকে অবসর নেন৷ এর আগে বেশ কিছুদিন ছিলেন উপাধ্যক্ষের দায়িত্বে৷
জহরকান্তি সেন ইংরেজি সাহিত্যের শিক্ষক হলেও বরাক উপত্যকার সন্তান হিসেবে এই অঞ্চলের প্রতি মমত্বপ্রকাশে বা প্রতিবাদী লেখালেখিতে বাংলাতেই কলম ধরতেন৷ স্থানীয় পত্রপত্রিকায় তিনি নিয়মিত লিখতেন৷ তাঁর একটি প্রবন্ধের বইও রয়েছে৷
বইমেলা উদযাপন কমিটির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন তিনি৷ একসময় সভাপতির দায়িত্বও পালন করেন৷ চাকরিতে থাকাকালে কি অবসর গ্রহণের পর জহরকান্তি সবসময় নিজেকে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে রাখতেন৷ সোজাসাপ্টা কথা বলতেই ভালবাসতেন৷
জহরকান্তি সেনের মৃত্যুর খবরে বরাক জুড়ে শোকের ছায়া পরিলক্ষিত হয়৷ বহু প্রাক্তন ছাত্র শেষশ্রদ্ধা জানাতে তাঁর চেংকুড়ি রোডের লোকনায়ক সরণি স্থিত বাড়িতে ছুটে গিয়েছেন৷ অনেকে সামাজিক মাধ্যমে তাঁদের শোক ব্যক্ত করছেন৷
Sept. 14: Jahar Kanti Sen, former Head of the Department of English, GC College, Silchar breathed his last on Tuesday morning. He was 77. An institution by himself, Prof. Sen died at 8.10 AM on 14 September, 2021 in his residence at Chencoorie, Silchar due to old age related ailments. He is survived by his wife and a daughter who too is a teacher in Guwahati.
Prof. Jahar Kanti Sen hails from Palonghat and later settled in Silchar after joining GC College as a faculty member in the Department of English in mid-60’s. He was a post-graduate from Gauhati University and was a favourite student of another stalwart, Amaresh Dutta. Jahar Sen has taught thousands of students who are now well established in various parts of the country and abroad. He retired from service as Vice Principal of GC College in the year 2004.
Dr Santosh Ranjan Chakraborty, retired Head of the Department of English, while expressing his feelings about Prof Jahar Kanti Sen said, “He was really a committed teacher. He was the pillar of the Department of English of GC College. As a teacher of English, I am wholeheartedly indebted to him. I learnt so many things from apart from the subject. His style of teaching was indeed unique. He was a true gentleman, but used to call spade as a spade. His fond area was drama on ideas. He was an authority in George Bernard Shaw. He did a lot of research oriented reading over Bernard Shaw. Usually a very stern man, but outside the class, he was very fun-loving person. Jahar Sen is a different character all together, who had his own style. Among the teaching- learning fraternity, he was a noted figure. In his death, we have lost a great teacher.”
Prof Jahar Sen in his post-retirement life from GC College was also involved in teaching English and became Principal of a private college in Silchar. Apart from teaching, he was also interested in socio-cultural activities. He was associated with Banga Sahitya Sammelan. He too was associated with one of the Book Fair Committees of Silchar. His death was mourned by all his kith and kin.