NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

সুস্মিতাকে ঠুকতে গিয়ে ভূপেন বললেন, আসামে তো অসমিয়াই মুখ্যমন্ত্রী হবেন!

ওয়েটুবরাক, ১৩ সেপ্টেম্বর : সুস্মিতা দেবের দলত্যাগে কংগ্রেসের কতটা ক্ষতি হয়েছে, বা আদৌ কোনও ক্ষতি হয়েছে কিনা, তা উপযুক্ত সময়ে প্রমাণিত হবে৷ তবে তাঁর দলত্যাগে আসামের লাভ হয়েছে৷ শিলচরে এসে রবিবার এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা৷ তিনি বলেন, আসামে তো অসমিয়াই মুখ্যমন্ত্রী হবেন! সুস্মিতা দেব তাই মুখ্যমন্ত্রী হতে ত্রিপুরায় গিয়েছেন৷ তাঁর কথায়, অসমের কন্যা ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী হলে আসামের গর্ব৷

সুস্মিতার প্রতি শ্লেষ প্রকাশ করতে গিয়ে “আসামের মুখ্যমন্ত্রী অসমিয়াই হবে” কংগ্রেস সভাপতির এই মন্তব্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ প্রশ্ন উঠেছে, বিভিন্ন জনগোষ্ঠীর বাস এই রাজ্যে৷ এখানে অসমিয়া ছাড়া অন্য ভাষাভাষীর মানুষ কেন মুখ্যমন্ত্রী হতে পারবেন না? এ কংগ্রেসের কী ধরনের দৃষ্টিভঙ্গি?

এ দিকে, রবিবার শিলচরে আয়োজিত কর্মীসভায় ভূপেন বরা কংগ্রেসের দুর্দিন চলার কথা মানতে চাননি৷ তিনি বলেন, ১৯৯৬ সালে তিনি  প্রদেশ যুব কংগ্রেস সভাপতি হিসাবে শিলচরে এসে দেখেছিলেন, সভায় একশো মানুষও নেই। এ বার কংগ্রেস অফিসে হাজারের বেশি কর্মী জমায়েত হয়েছেন। তাঁর দাবি, শুধু শিলচরে নয়, তিনদিন ধরে বরাক উপত্যকার যেখানে যাচ্ছেন, সেখানেই মানুষের উৎসাহ দেখতে পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker