NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

বরাক বঙ্গের পদ্মনাথ ভট্টাচার্য স্মৃতি প্রবন্ধ প্রতিযোগিতা

ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর : আজ ৬ সেপ্টেম্বর পদ্মনাথ ভট্টাচার্য বিদ্যাবিনোদের জন্মদিন৷ এই উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি ‘পদ্মনাথ ভট্টাচার্য স্মৃতি প্রবন্ধ প্রতিযোগিতা’-র আয়োজন করেছে৷ বিষয় : পদ্মনাথ ভট্টাচার্যের জীবন ও কর্ম৷ যে কোনও বয়সের আগ্রহী প্রতিযোগীরা তাতে অংশ নিতে পারেন৷ প্রবন্ধটি লিখতে হবে ৪০০-৫০০ শব্দের মধ্যে৷ বঙ্গভবন, সদরঘাট, শিলচর ঠিকানায় ডাকে বা সরাসরি উপস্থিত হয়ে প্রবন্ধ জমা করতে পারেন৷ হোয়াটস অ্যাপেও দেওয়া যেতে পারে ৯৪৩৫১৭৭৪২৮ বা ৯৪৩৫১৭৩১৯৫ নম্বরে৷ জমা দিতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে৷

যে সব বইতে তাঁর সম্পর্কে জানা যেতে পারে—- ১. পদ্মনাথ ভট্টাচার্য (১৮৬৮-১৯৩৮) : যতীন্দ্রমোহন ভট্টাচার্য৷ সাহিত্যসাধক চরিতমালা–১১০৷ বঙ্গীয় সাহিত্য পরিষৎ, কলকাতা৷ ২. সাহিত্য ও সাংবাদিকতায় শ্রীহট্টের অবদান : কুমুদরঞ্জন ভট্টাচার্য৷ বঙ্গীয় সাহিত্য পরিষৎ, শিলঙ৷ ৩. হেড়ম্ব রাজ্যের দণ্ডবিধি ও হেড়ম্ব রাজ্যের ঋণদান বিধি, (সম্পা.) অমলেন্দু ভট্টাচার্য৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, শিলচর৷ ৪. সংসদ বাঙালি চরিতাভিধান (প্রথম খণ্ড), প্রধান সম্পাদক সুবোধচন্দ্র সেনগুপ্ত, সম্পাদক অঞ্জলি বসু৷ সাহিত্য সংসদ, কলকাতা৷ ৫. মহামহোপাধ্যায় পদ্মনাথ ভট্টাচার্য বিদ্যাবিনোদ : নির্বাচিত প্রবন্ধ সংকলন, (সম্পা.) প্রসূন বর্মন৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, কাছাড় জেলা সমিতি, শিলচর৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker